Maoist Killed: ছত্তীসগঢ়ের জঙ্গলে পুলিশের অভিযানে মৃত দুই মাওবাদী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 21, 2023 | 5:03 PM

এই ঘটনা নিয়ে বস্তার রেঞ্জের পুলিশের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, শনিবার সকাল ৮টা নাগাদ এই অভিযান শুরু হয়েছিল। এই অভিযানে জঙ্গলে বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়। এতে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে। মাওবাদীদের থেকে একটি ইনসাস রাইফেল এবং একটি ১২ বোর রাইফেল উদ্ধার হয়েছে।

Maoist Killed: ছত্তীসগঢ়ের জঙ্গলে পুলিশের অভিযানে মৃত দুই মাওবাদী
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

রায়পুর: পুলিশি এনকাউন্টারে মৃত্যু হল দুই মাওবাদীর। শনিবার এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ছত্তীসগঢ়ের কাঙ্কের জেলায়। সেখানকার কোয়ালিবেড়া থানা এলাকার একটি জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল ছত্তীসগঢ় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের বাহিনী। জঙ্গলে বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লডাই হয়। শনিবার সকাল থেকে চলছিল সেই গুলির লড়াই। গুলির লড়াই থামলে জঙ্গলে তল্লাশি চালায় ওই বাহিনী। তখনই দুই মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনা নিয়ে বস্তার রেঞ্জের পুলিশের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, শনিবার সকাল ৮টা নাগাদ এই অভিযান শুরু হয়েছিল। এই অভিযানে জঙ্গলে বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়। এতে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে। মাওবাদীদের থেকে একটি ইনসাস রাইফেল এবং একটি ১২ বোর রাইফেল উদ্ধার হয়েছে। এছাড়াও বেশ কিছু গুলিও পাওয়া গিয়েছে। যদিও মৃত মাওবাদীদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার। ওই জঙ্গল এলাকায় এখনও তল্লাশি চালানো হচ্ছে।

ছত্তীসগঢ়ে কাঙ্কের জেলায় রয়েছে ২০টি বিধানসভা আসন। প্রথম দফায় সেখানে বিধানসভা ভোট হবে ৭ নভেম্বর। মাওবাদী অধ্যুষিত এই এলাকায় ভোট শান্তিপূর্ণ করতে মরিয়া প্রশাসন।