Rishi Sunak-Sheikh Hasina: কে বলবেন তিনিও প্রধানমন্ত্রী! শেখ হাসিনার সঙ্গে কথা বলতে ঋষি সুনক কী করলেন, দেখুন
G20 Summit: মুখোমুখি সাক্ষাৎ হওয়ার পর কখনও একে অপরকে আলিঙ্গন করে, কখনও আবার হাত মিলিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন তাঁরা। এরইমাঝে নজর কেড়েছেন এক রাষ্ট্রনেতা, যার আচরণে মুগ্ধ সকলে। তিনি আর কেউ নন, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Riahi Sunak)। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)-র সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে।
নয়া দিল্লি: জি-২০ সম্মেলনের (G-20 Summit) মঞ্চে ঐক্যের বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। মুখোমুখি সাক্ষাৎ হওয়ার পর কখনও একে অপরকে আলিঙ্গন করে, কখনও আবার হাত মিলিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন তাঁরা। এরইমাঝে নজর কেড়েছেন এক রাষ্ট্রনেতা, যার আচরণে মুগ্ধ সকলে। তিনি আর কেউ নন, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Riahi Sunak)। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)-র সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। শেখ হাসিনা যাতে বসে বসেই কথা বলতে পারেন, তার জন্য এক হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন সুনক। তাঁর এই ব্যবহারকেই সাধুবাদ জানিয়েছেন সকলে। বয়সে বড়দের কীভাবে সম্মান দিতে হয়, তা ঋষি সুনকের কাছ থেকে শেখা উচিত, এমনটাই বলছেন নেটিজেনরা।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঋষি সুনক-শেখ হাসিনার ছবি। ইন্টারনেট ব্য়বহারকারীরা সেই ছবি পোস্ট করে লিখেছেন, “বড় মানুষদের কোনও অহংবোধ থাকে না! বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাটিতে বসে কথা বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। শেখ হাসিনার যাতে অসুবিধা না হয়, তার জন্য এমন করেছেন সুনক।”
Big man don’t have ego! Prime Minister Rishi Sunak of UK sat down on the floor to match the comfort – in a tetatete with with Prime Minister Sheikh Hasina. #G20 pic.twitter.com/6oAbzuskbd
— Ayanangsha Maitra (@Ayanangsha) September 10, 2023
আরেক টুইটার ব্য়বহারকারী ঋষি সুনকের ছবি পোস্ট করে লেখেন, “কী অসাধারণ জেন্টেলম্যান ঋষি সুনক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কীভাবে কথা বলছেন তিনি।”
What a lovely & an adorable picture of Our HPM Sheikh hasina & @RishiSunak. ❤️ pic.twitter.com/OS0Mwu6hN9
— Silvia Parveen Lenny (@ParveenLenny) September 10, 2023
জি-২০ সম্মেেলনে যোগ দিতে এসেই নিজেকে ‘গর্বিত হিন্দু’ বলে পরিচয় দিয়েছিলেন ঋষি সুনক। জন্মাষ্টমী পালন করতে না পারার আক্ষেপও করেছিলেন। সেই সঙ্গেই ইচ্ছা প্রকাশ করেছিলেন কোনও মন্দিরে যাওয়ার। সম্মেলনের দ্বিতীয় দিনে, রবিবার সকালেই স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দিরে যান ঋষি সুনক। সেখানে হিন্দু রীতি মেনেই খালি পায়ে মন্দিরে ঘুরতে দেখা যায় তাঁকে। স্ত্রীকে পাশে নিয়ে আরতিও করেন সুনক।