AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zelenskyy Calls PM Modi: ইউক্রেন থেকে মোদীর কাছে এল ফোন, ট্রাম্পের সুরেই গাইলেন জেলেনস্কিও

Zelenskyy Calls PM Modi: এই দাবি তো একা জেলেনস্কির নয়, ট্রাম্পেরও। ভারতের রুশ তেল কেনার অভিযোগ তুলে জরিমানা চাপিয়ে এই যুক্তি খাড়া করার চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর সোমবার জেলেনস্কির মুখে শোনা গেল সেই একই কাহন।

Zelenskyy Calls PM Modi: ইউক্রেন থেকে মোদীর কাছে এল ফোন, ট্রাম্পের সুরেই গাইলেন জেলেনস্কিও
Image Credit: PTI
| Updated on: Aug 12, 2025 | 6:06 AM
Share

নয়াদিল্লি: জেলেনস্কির গলায় ট্রাম্পের ‘সুর’। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। ফোনে অনেকক্ষণই কথা হয় তাদের। মোদীর কাছে যুদ্ধের বীভৎসতা নিয়ে আক্ষেপের সুর শোনা যায় জেলেনস্কির গলায়। পাশাপাশি, তার মুখেই নাকি ফুটে ওঠে রাশিয়ার জ্বালানির কথাও।

এদিন প্রধানমন্ত্রীকে ফোন করে প্রথমে রবিবার ইউক্রেনের একটি বাস স্টেশনে রাশিয়ার চালানো হামলার কথা বলেন জেলেনস্কি। তিনি জানান, ওই হামলার ফলে কত মানুষ আহত হয়েছেন। সেই আলাপচারিতার পর ভারতীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যা নাগাদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি। তাতে জেলেনস্কি লেখেন, “ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হল। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনা হয়েছে আমাদের দ্বিপাক্ষিক সমঝোতা ও কূটনৈতিক অবস্থান নিয়েও। আমি কৃতজ্ঞ যে এই কঠিন সময়েও উনি আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন।”

তাঁর সংযোজন, “এটা গুরুত্বপূর্ণ যে ভারত আমাদের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে। যা ইউক্রেনবাসীর স্বার্থপূরণ করছে, সেই সিদ্ধান্তগুলিতেই উপনীত হবে ইউক্রেনও।” এই দুই রাষ্ট্রপ্রধানদের মধ্যে রুশ জ্বালানি বা তেল নিয়ে আলোচনা হয়েছে। ভারতকে রুশ তেল না কেনার জন্য আর্জি করেছেন জেলেনস্কি। কারণ, ওই টাকা ব্য়বহার করেই তাদের উপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে মস্কো।

এই দাবি তো একা জেলেনস্কির নয়, ট্রাম্পেরও। ভারতের রুশ তেল কেনার অভিযোগ তুলে জরিমানা চাপিয়ে এই যুক্তি খাড়া করার চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর সোমবার জেলেনস্কির মুখে শোনা গেল সেই একই কাহন। অবশ্য ওয়াকিবহাল মহল মনে করে ভারতের সঙ্গে ট্রাম্প আসলে নিজের ব্যবসায়ীক ফায়দা না করতে পেরেই এই জরিমানা চাপিয়েছেন। তবে কি যুদ্ধ থেকে রেহাই পেতে সেই ট্রাম্পের কলেই চলমান হয়েছেন জেলেনস্কিও?

প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, “প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা হল। ওনার তরফের দৃষ্টিভঙ্গি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানলাম। ভারত যে সংঘাতে বিশ্বাসী নয়, সেই আশ্বাসই আমি তাঁকে দিয়েছি। আর শান্তি প্রতিষ্ঠায় ভারতও যে সর্বদা উদ্যোগী, সেই ব্যাপারটাও সাফ জানিয়েছি।”