Bullet train bridge collapses: তৈরির আগেই ভেঙে পড়ল বুলেট ট্রেনের সেতু, আটকে বহু মানুষ

Bullet train bridge collapses: মঙ্গলবার (৫ নভেম্বর) ঘটে গেল বড় বিপর্যয়। ভেঙে পড়ল বুলেট ট্রেন প্রকল্পের একটি নির্মীয়মান সেতু। গুজরাটের আনন্দের কাছে এই বিপর্যয় ঘটেছে। ভেঙে পড়া সেতুটির তলায় বহু মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Bullet train bridge collapses: তৈরির আগেই ভেঙে পড়ল বুলেট ট্রেনের সেতু, আটকে বহু মানুষ
ভেঙে পড়ল নির্মীয়মাণ বুলেট ট্রেন সেতুImage Credit source: ANI
Follow Us:
| Updated on: Nov 05, 2024 | 8:16 PM

আহমেদাবাদ: ভারতে কবে ছুটবে বুলেট ট্রেন? দীর্ঘদিন ধরেই এই নিয়ে চলছে চর্চা। গুজরাটের আহমেদাবাদ থেকে মহারাষ্ট্রের মুম্বই পর্যন্ত ছোটার কথা ভারতের প্রথম বুলেট ট্রেনের। জোর কদমে চলছে তার কাজ। এরই মধ্যে মঙ্গলবার (৫ নভেম্বর) ঘটে গেল বড় বিপর্যয়। ভেঙে পড়ল বুলেট ট্রেন প্রকল্পের একটি নির্মীয়মান সেতু। গুজরাটের আনন্দের কাছে এই বিপর্যয় ঘটেছে। ভেঙে পড়া সেতুটির তলায় বহু মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে ইতিমধ্যেই আনন্দ পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছে গিয়েছেন। শুরু হয়েছে উদ্ধার অভিযান। বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও অনেকেই এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন বিকেল ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, এখনও সেই বিষয়টি স্পষ্ট নয়।

ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, “আজ সন্ধ্যায় মাহি নদীর উপরে, বুলেট ট্রেন প্রকল্পের নির্মাণস্থলে কংক্রিটের ব্লকের মধ্যে তিনজন শ্রমিক আটকে পড়েন। ক্রেন ও এক্সকেভেটর মেশিন দিয়ে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া লোকজনদের উদ্ধার করা হচ্ছে। এখনও পর্যন্ত দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও এক শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে