নয়া দিল্লি: ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচনের মুখেই অনলাইন বেটিং কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। এবার এই ঘটনায় কড়া ভাষায় ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীকে (Bhupesh Baghel) তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। প্রথম দফার ভোটের (Chhatisgarh assembly election) দিন, মঙ্গলবার সকালেই মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-সহ কংগ্রেসকে তোপ দেগে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রীর (Anurag Thakur) মন্তব্য, “এবারের ছত্তীসগঢ়ের নির্বাচন হবে কংগ্রেসের দুর্নীতি ও ভ্রষ্টাচারের বিরুদ্ধে।”
কয়লা দুর্নীতি থেকে প্রশ্নপত্র ফাঁস, অনলাইন বেটিং অ্যাপ-সহ একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে কংগ্রেসের। এদিন সেই প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সরাসরি মুখ্যমন্ত্রী বাঘেলকে একহাত নিয়ে তিনি বলেন, “প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির মধ্য দিয়ে যুবদের সঙ্গে প্রতারণা করেছেন কংগ্রেস নেতারা। নিজেদের সন্তানদের চাকরি পাইয়ে দিয়েছেন। এই সব দুর্নীতিতে যখন পেট ভরেনি, তখন কয়লা দুর্নীতি হয়েছে, কয়লা দুর্নীতিতে যখন বাঘেলজির পেট ভরেনি, তখন মহাদেব বেটিং অ্যাপ থেকে ৫০৮ কোটি টাকা নিয়েছেন। এটা যখন প্রকাশ্যে এসেছে, তখন কংগ্রেসের দুর্নীতি প্রকট হয়ে উঠেছে।”
বর্তমানে রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের জবাব দেওয়ার জায়গা নেই বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কটাক্ষের সুরে তিনি বলেন, “কখনও ঘাম মুছছেন, কখনও ঘড়ি দেখছেন, সাংবাদিকদের পিছু ছাড়াচ্ছেন। আজ ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর এমন অবস্থা হয়েছে যে, তিনি যুবদের প্রশ্নেরও জবাব দিতে পারছেন না, মহিলাদেরও কোনও জবাব দিতে পারছেন না।” প্রথমে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিন বলেও দাবি তুলেছেন অনুরাগ ঠাকুর।
VIDEO | “Bhupesh Baghel is running away from questions (regarding Mahadev betting app case). He is not able to answer the people or the investigating agencies or the media,” says Union minister @ianuragthakur.#ChhattisgarhElection2023 #AssemblyElectionsWithPTI pic.twitter.com/GYkx8mZAjL
— Press Trust of India (@PTI_News) November 7, 2023
প্রসঙ্গত, ছত্তীসগঢ়ের বিধানসভা নির্বাচন শুরুর আগেই মহাদেব অনলাইন বেটিং অ্যাপে নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। তিনি এই সংস্থা থেকে ৫০৮ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ। যদিও ঘটনাটি চক্রান্ত বলে পাল্টা দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।