নয়াদিল্লি: দেশের বিভিন্ন রাজ্যে শিল্পোন্নয়নে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি(সিসিইএ) দেশে ১২টি নতুন শিল্প স্মার্ট সিটির গড়ার অনুমোদন দিল। আর এই অনুমোদন পাওয়া নতুন শিল্প স্মার্ট সিটির তালিকায় রয়েছে তেলঙ্গানার জাহিরাবাদ। তেলঙ্গানার এই অঞ্চলের উন্নয়নে পদক্ষেপ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সেকেন্দরাবাদের সাংসদ জি কিষাণ রেড্ডি।
ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডর ডেভেলপমেন্ট প্রোগামের (NICDP) এই শহরগুলিকে শিল্প স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ২৮ হাজার ৬০২ কোটি টাকা। হায়দরাবাদ-নাগপুর ইন্ডাস্ট্রিয়াল করিডরের অংশ হিসেবে জাহিরাবাদকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে। এই প্রকল্পে খরচ ধরা হয়েছে ২ হাজার ৩৬১ কোটি টাকা।
সঙ্গারেড্ডি জেলায় ১৭টি গ্রামজুড়ে জাহিরাবাদ শিল্প স্মার্ট সিটি গড়ে তোলা হবে। মোট এলাকা ১২ হাজার ৫০০ একর। শিল্প স্মার্ট সিটি গড়ে উঠলে ১ লক্ষ ৭৪ হাজার জনের কর্মসংস্থান হতে পারে। ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ আসতে পারে। খাদ্য প্রক্রিয়াকরণ, অটোমোবাইল, বৈদ্যুতিক সরঞ্জাম, পরিবহণ সরঞ্জাম তৈরির কারখানা এখানে গড়ে উঠবে। এই শিল্প স্মার্ট সিটি গড়ে তোলার জন্য ইতিমধ্যে পরিবেশগত ছাড়পত্র দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। জাহিরাবাদকে শিল্প স্মার্ট সিটি গড়ে তোলার অনুমোদন দেওয়ায় এদিন প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
মোট দশটি রাজ্যে এই ১২টি শিল্প স্মার্ট সিটি গড়ে উঠবে। তেলঙ্গানার জাহিরাবাদ ছাড়াও উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, কেরল, উত্তর প্রদেশ, বিহার, অন্ধ্র প্রদেশ, রাজস্থানে এই শিল্প স্মার্ট সিটিগুলি গড়ে উঠবে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)