নয়াদিল্লি: পেপার লিক ইস্যুতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। আর কংগ্রেস সভাপতিকে আক্রমণ করতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে টেনে আনলেন তিনি। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম নেননি তিনি। খাড়্গেকে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “একসময় কংগ্রেসের এক প্রধানমন্ত্রী ছিলেন। যাঁকে কোনও বিষয়ে জানানো হত না। আর এখন কংগ্রেসের সভাপতি কংগ্রেস আমলের দুর্নীতি সম্পর্কে জানেন না।”
শনিবার এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “কংগ্রেসের দীর্ঘ সময়ের একাধিক দুর্নীতির মধ্যে পেপার লিক দুর্নীতিও রয়েছে।” তিনি বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় অন্তত ১০টি বড় পেপার লিক দুর্নীতি হয়েছে। হরদীপ সিং পুরী প্রশ্ন তোলেন, “২০০৭ সালের AIEEE-র পেপার লিকের কথা কি শোনেননি খাড়্গে? কিংবা ২০০৮ সালের পিএমটি, ২০১২ সালের AIIMS, ২০১৪ সালে সিবিএসই-র ক্লাস টেন ও টুয়েলেভের পেপার লিক।” উদ্দেশ্যপূর্ণভাবে সাধারণ মানুষকে কংগ্রেস সভাপতি বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
As far as the scourge of paper leaks is concerned, it just seems that Congress, which once had a PM who was never informed of anything, now has a party president who is kept equally unaware by the actual ruling trio.
He should have known that among the many scams which his party…— Hardeep Singh Puri (@HardeepSPuri) November 2, 2024
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়েও এদিন কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। কংগ্রেস সভাপতিকে খোঁচা দিয়ে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “কংগ্রেস সভাপতি জেনে হতাশ হবেন যে ২০২৩ সালে ভারতের মুদ্রাস্ফীতির হার বিশ্বের গড় মুদ্রাস্ফীতির হারের চেয়ে ১.৪ শতাংশ কম ছিল।” তিনি আরও বলেন, কংগ্রেস গরিবি হঠাও বলে ফাঁকা স্লোগান দিত। সেখানে মোদী সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করেছে। ৮১.৩৫ কোটি উপভোক্তাকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। কংগ্রেস নেতারা মনগড়া ও ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন বলেও সরব হন তিনি।