Vadnagar: প্রধানমন্ত্রীর স্মৃতি বিজড়িত ভাবনগর স্টেশনে গিয়ে আপ্লুত কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 07, 2023 | 11:13 PM

G Kishan Reddy: ঐতিহাসিক প্রসিদ্ধ ভাবনগরে একটি তথ্যচিত্র সিরিজের স্ক্রিনিং উপলক্ষে গিয়েছিলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী। ভাবনগর রেল স্টেশনেও গিয়েছিলেন রেড্ডি। স্টেশনে গিয়ে পর্যটন দফতর এবং রেলের আধিকারিকদের সঙ্গে চা খেয়েছেন তিনি।

Vadnagar: প্রধানমন্ত্রীর স্মৃতি বিজড়িত ভাবনগর স্টেশনে গিয়ে আপ্লুত কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী
ভাবনগর স্টেশনে জি কিষাণ রেড্ডি

Follow Us

ভাবনগর: গুজরাটের ঐতিহাসিক শহর ভাবনগর। গুজরাটের এই শহরে বুধবার গিয়েছিলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষাণ রেড্ডি। ‘অনন্ত অনাদি ভাবনগর’ নামের একটি তথ্যচিত্র সিরিজের স্ক্রিনিং উপলক্ষে ভাবনগরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। গুজরাটের এই ঐতিহাসিক শহর প্রায় ২৭০০ বছরের পুরনো। মথুরা, উজ্জয়িনী, পটনা, বারাণসীর মতো শহরের সঙ্গে ভাবনগরের তুলনা করা যেতে পারে। ২০২২ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে প্রাচীন এই শহর।

ঐতিহাসিক প্রসিদ্ধ ভাবনগরে একটি তথ্যচিত্র সিরিজের স্ক্রিনিং উপলক্ষে গিয়েছিলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী। ভাবনগর রেল স্টেশনেও গিয়েছিলেন রেড্ডি। স্টেশনে গিয়ে পর্যটন দফতর এবং রেলের আধিকারিকদের সঙ্গে চা খেয়েছেন তিনি।

গুজরাটের এই স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। এই স্টেশনেই নিজের ছোটবেলায় বাবাকে চা বিক্রি করতে সাহায্য করতেন মোদী। ১৮৮০ সালে এই স্টেশন চালু হয়েছিল। পরে ভাবনগর স্টেশনের আধুনিকীকরণও করা হয়। প্রচুর নিত্যযাত্রী রোজ এই স্টেশন ব্যবহার করেন। প্রধানমন্ত্রী স্মৃতি বিজড়িত এই স্টেশনের সুসজ্জিত রূপ অন্যতম আকর্ষণের কেন্দ্র।

Next Article