BJP Vs Congress: ‘কংগ্রেসের টিকে থাকতে দরকার SIR’, রাহুলকে এক হাত নিলেন প্রহ্লাদ যোশী

Congress on SIR:  এসআইআর ইস্যুতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন। রাহুল গান্ধী সম্প্রতি দাবি করেছিলেন যে কর্নাটক, মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট চুরি হয়েছে। দাবি করেছেন যে হরিয়ানার একটি মাত্র পরিবারেই ৫০১টি ভোট রয়েছে।

BJP Vs Congress: কংগ্রেসের টিকে থাকতে দরকার SIR, রাহুলকে এক হাত নিলেন প্রহ্লাদ যোশী
ফাইল চিত্রImage Credit source: X

|

Dec 11, 2025 | 6:17 AM

নয়া দিল্লি: দেশজুড়ে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR)। আর সংসদেও এসআইআর নিয়ে আলোচনা হচ্ছে। একদিকে যেখানে বিরোধীরা এসআইআর প্রক্রিয়া বা তার সময় নিয়ে প্রশ্ন তুলেছে, সেখানেই কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হচ্ছে যে দেশে এসআইআর কেন জরুরি।

সংসদের উত্তপ্ত বাদানুবাদের মধ্যেই কংগ্রেসকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী (Prahlad Joshi)। তিনি বললেন, কংগ্রেসের অন্দরেও এসআইআরের প্রয়োজন। কংগ্রেসের অন্দরে এসআইআর হলেই তা টিকে থাকবে, নাহলে ধ্বংস হয়ে যাবে। রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী ছাড়া দলের একজন স্যর দরকার বলেও উল্লেখ করেছেন তিনি। 

প্রসঙ্গত, এসআইআর ইস্যুতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) লোকসভায় কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন। রাহুল গান্ধী (Rahul Gandhi)  সম্প্রতি দাবি করেছিলেন যে কর্নাটক, মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট চুরি হয়েছে। দাবি করেছেন যে হরিয়ানার একটি মাত্র পরিবারেই ৫০১টি ভোট রয়েছে। সংসদে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময়, স্বরাষ্ট্রমন্ত্রী রাহুল গান্ধীর সাম্প্রতিক তিনটি সংবাদ সম্মেলনের বক্তব্য তুলে ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগগুলিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, “নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছে যে ২৬৫ নম্বর বাড়িটি কোনও ছোট বাড়ি নয়। এটি এক একর পৈতৃক জমিতে নির্মিত বেশ কয়েকটি পরিবারের বাসস্থান। তবে, প্রতিটি পরিবারকে আলাদা আলাদা বাড়ির নম্বর দেওয়া হয়নি। অতএব, তাদের বাড়ির নম্বরটি কেবল ২৬৫। একই পরিবারের তিন প্রজন্ম একসঙ্গে বসবাস করেছে। হরিয়ানায় কংগ্রেস সরকার নির্বাচিত হওয়ার পর থেকে এই সংখ্যাটি একই রয়ে গেছে। এটি কোনও জাল বাড়ি নয়, কোনও জাল ভোটও নয়।”

লোকসভায় অমিত শাহ আরও বলেছেন, “দেশে প্রথম এসআইআর (SIR) হয়েছিল ১৯৫২ সালে। সেই সময় কংগ্রেসের জওহরলাল নেহেরু ছিলেন দেশের প্রধানমন্ত্রী। তারপর থেকে বেশ কয়েকবার এসআইআর হয়েছে। ২০০৪ সালের পর, এখন ২০২৫ সালে এসআইআর হচ্ছে, এবং বর্তমান সরকার হল এনডিএ (NDA)২০০৪ সাল পর্যন্ত, কোনও দলই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করেনি কারণ এটি নির্বাচনের পবিত্রতা বজায় রাখার জন্য করা হয়েছিল।”

তিনি প্রশ্ন তুলেছেন যে গণতন্ত্রে নির্বাচনের ভিত্তি হিসেবে ব্যবহৃত ভোটার তালিকা যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে নির্বাচন কীভাবে সুষ্ঠ হতে পারে? ভোটার তালিকার পর্যায়ক্রমিক পুঙ্খানুপুঙ্খ সংশোধন অপরিহার্য। তাই, নির্বাচন কমিশন ২০২৫ সালে এসআইআর করার সিদ্ধান্ত নিয়েছে। একজন ভোটারের একাধিক ভোটার তালিকা থাকা উচিত নয়। মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত নয়। এই এসআইআর (SIR) হল ভোটার তালিকার শুদ্ধিকরণ।