PM Modi’s Security Breach: ভাঙল নিরাপত্তা বেষ্টনী, প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে ঝাঁপ ব্যক্তির
Uttar Pradesh: বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানের পর রুদ্রাক্ষ সেন্টারে গিয়েছিলেন। সেখান থেকে প্রধানমন্ত্রীর কনভয় যখন লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরের দিকে রওনা দেয়, সেই সময়ই নিরাপত্তাবেষ্টনী টপকে কনভয়ের সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি।
বারাণসী: প্রধানমন্ত্রীর নিরাপত্তা শৃঙ্খল ভেঙে ঢুকে পড়ল এক ব্যক্তি। বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ের সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই ব্যক্তি প্রধানমন্ত্রী মোদীর কাছে চাকরির আবেদন জানাতে চেয়েছিলেন। সেই কারণেই নিরাপত্তা শৃঙ্খল ভেঙে ঢুকে পড়েন এবং প্রধানমন্ত্রী মোদীর কনভয়ের সামনে হাজির হয়।
শনিবার বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানের পর রুদ্রাক্ষ সেন্টারে গিয়েছিলেন। সেখান থেকে প্রধানমন্ত্রীর কনভয় যখন লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরের দিকে রওনা দেয়, সেই সময়ই নিরাপত্তাবেষ্টনী টপকে কনভয়ের সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম কৃষ্ণ কুমার। তিনি নিজেকে বিজেপি কর্মী হিসাবেই পরিচয় দিয়েছেন। উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা তিনি। স্টেডিয়ামের শিলান্যাসে প্রধানমন্ত্রী আসছেন জানতে পেরেই শনিবার তিনি দেখা করার চেষ্টা করেন। ভিড়ের মধ্যেই ওই ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। ভিড় টপকে তিনি প্রধানমন্ত্রীর খুব কাছাকাছি চলে আসেন। কনভয় থেকে মাত্র ২০ মিটার দূরত্বে পুলিশ ও নিরাপত্তা আধিকারিকরা তাঁকে ধরে ফেলে। ওই ব্যক্তিকে জেরা করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে সুস্থ নন।