প্রয়াগরাজ: বিয়ে হয়েছিল ১৩ বছর আগে। শুরুর দিকে সংসার যে সুখের ছিল না, তা নয়। কিন্তু দিনের পর দিন সংসারে অশান্তি বাড়তে থাকে। স্বামীর সঙ্গে শুধু নয়, শাশুড়ির সঙ্গেও অশান্তি শুরু হয়ে যায়। আর সেই অশান্তি থেকে ক্রমশ সামনে আসতে থাকে সত্যিগুলো। পেশায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওই ব্যক্তি ভাবতেও পারেননি যে তাঁর স্ত্রী আসলে কে? ১৩ বছর ধরে তাঁর কাছ থেকে কোন সত্যি লুকিয়ে রাখা হয়েছে, সে সম্পর্কেও অবগত ছিলেন না তিনি। সবটা জানতে পারার পর বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন প্রয়াগরাজের সেন্ট্রাল ইউনিভার্সিটির ওই অধ্যাপক।
১৩ বছর আগে যখন বিয়ে হয়, তখন ওই অধ্যাপক জানতেন, মহিলা অবিবাহিত। কিন্তু তিনি যে এভাবে প্রতারিত হয়েছেন, তা জানতেন না, ঘুণাক্ষরেও টের পাননি। শুধু স্ত্রী’র বিরুদ্ধে নয়, শাশুড়ি ও শ্যালিকার বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন তিনি।
অভিযোগ, বর্তমানে ওই অধ্যাপক জানতে পেরেছেন তাঁর স্ত্রীর আগে বিয়ে হয়েছিল। শুধু তাই নয়, প্রথম স্বামীর জন্য ধর্মও পরিবর্তন করেছিলেন ওই মহিলা। অথচ অবিবাহিত বলে দাবি করে বিয়ে করেন তিনি। আর বিয়ের পর থেকে নানা কারণে বাড়ে অশান্তি।
অধ্যাপক জানিয়েছেন, তাঁর স্ত্রী অসমের বাসিন্দা। তিনি এক মুসলিম যুবককে বিয়ে করেছিলেন আগে। শ্বশুরবাড়ির তরফেও তেমনটাই দাবি করা হয়। এখন পুরোটা সামনে আসার পর আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না স্বামী। তারপরও নাকি থেমে থাকেননি স্ত্রী। বারবার মিথ্যা মামলার হুমকি পর্যন্ত দিচ্ছেন ওই মহিলা। এরপরই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অধ্যাপক।