Delivery Boy: ছেঁড়া নোট নিতে অস্বীকার, পিৎজা ডেলিভারি বয়কে গুলি করল দুই ভাই
Uttar Pradesh: অভিযুক্ত ব্যক্তি ও তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে। দেশি বন্দুক ব্যবহার করে গুলি চালিয়েছিলেন তাঁরা।
শাহজাহানপুর: পিৎজা ডেলিভারি দিতে গিয়েছিলেন। ক্যাশ অন ডেলিভারি ছিল সেই অর্ডার। ওই ডেলিভারি বয়কে ছেঁড়া ২০০ টাকার নোট দিয়েছিলেন দুই ব্যক্তি। সেই টাকা নিতে রাজি হননি তিনি। এ নিয়ে বচসাও হয় তাঁদের মধ্যে। এর পরই ওই ডেলিভারি বয়কে গুলি করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। গুলি বিদ্ধ অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গুলি চালনার ঘটনায় অভিযুক্ত দুই ব্য়ক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের শাহজাহানপুরে।
ঘটনা নিয়ে সদর বাজারের স্টেশন হাউস অফিসার অমিত পাণ্ডে জানিয়েছেন, ঘটনা নিয়ে এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ও তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে। দেশি বন্দুক ব্যবহার করে গুলি চালিয়েছিলেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডেলিভারি বয়ের কাজ করা ওই যুবকের নাম সচিন কাশ্যপ। পিৎজা ডেলিভারির কাজ করে দিনে ৩০০ থেকে ৫০০ টাকা রোজগার করেন তিনি। যে সংখ্যক ডেলিভারির কাজ পান, তার উপর নির্ভর করে তাঁর রোজগার।
নাদিম নামের এক ব্যক্তির বাড়িতচে রাত ১১টা নাগাদ পিৎজা ডেলিভারি দিতে গিয়েছিলেন তিনি। সে সময় কোল্ডডিঙ্ক্র আনার জন্য নাদিম তাঁকে ২০০ টাকা দেয়। কিন্তু সেই টাকা ছেঁড়া থাকায় দোকানি কোল্ডডিঙ্ক্রস দেননি। তখন সচিন ফিরে এসে তা পাল্টে দিতে বলেন নাদিমকে। এর পরই নাদিম সচিনকে নিগ্রহ করেন বলে অভিযোগ। এর পর নাদিম ও তাঁর ভাই বেরিয়ে এসে সচিনকে গুলি করেন বলে অভিযোগ।
গুলির শব্দ শুনে প্রতিবেশীরা খবর দেন পুলিশকে। পুলিশ এসে সচিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন সচিন। ঘটনা নিয়ে নাদিম ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৫০৪ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের ব্যবহার করা অস্ত্রও বাজেয়াপ্ত করেছে পুলিশ।