AK Antony: ইন্দিরা গান্ধীর হাত ধরে রাজনীতিতে আসা একে অ্যান্টনির ছেলে বিজেপিতে! ‘দুঃখিত’ নেতা বললেন…

AK Antony on Anil Antony's Joining BJP: একে অ্যান্টনি জানান, ইন্দিরা গান্ধীর থেকে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। ইন্দিরা গান্ধীই তাঁকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য় উৎসাহিত করেছিলেন।

AK Antony: ইন্দিরা গান্ধীর হাত ধরে রাজনীতিতে আসা একে অ্যান্টনির ছেলে বিজেপিতে! 'দুঃখিত' নেতা বললেন...
একে অ্যান্টনি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 6:18 AM

নয়া দিল্লি: রাজনীতি জীবনের গোটা অংশটা জুড়েই কংগ্রেস(Congress)। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর পদও পেয়েছিলেন কংগ্রেস জমানাতেই। সেই নেতার ছেলেই কি না যোগ দিল বিজেপি(BJP)-তে! বৃহস্পতিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা একে অ্যান্টনি(AK Antony)-র ছেলে অনিল অ্যান্টনি (Anil Antony) যোগ দেন বিজেপিতে। তবে ছেলের এই সিদ্ধান্তে খুশি নন বাবা। ছেলের এই সিদ্ধান্ত “অত্যন্ত ভুল” বলেই ব্যাখ্যা করেন তিনি। তাঁর কাছে এই সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক বলেও জানান তিনি। কংগ্রেস নেতা জানান, তিনি কখনওই বিজেপি ও তাদের সংগঠক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতাদর্শকে সমর্থন করতে পারবেন না। বিজেপি ও আরএসএস (RSS) দেশকে বিভাজন করার ও গণতন্ত্র ব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে বলেই তিনি অভিযোগ করেন।

বৃহস্পতিবার ছেলে অনিল অ্যান্টনি বিজেপিতে যোগ দেওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবীণ কংগ্রেস নেতা একে অ্যান্টনি বলেন, “আমি বরাবরই বিজেপি ও আরএসএসের বিরোধিতা করে এসেছি তাদের সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতির জন্য। শেষ নিঃশ্বাস অবধিও আমি তাই করব”। নিজেকে কংগ্রেস ও নেহরু-গান্ধী পরিবারের প্রতি অনুগত বলে দাবি করেন একে অ্য়ান্টনি। দেশের বিভিন্নতার বৈচিত্রকে সম্মান করা এবং দেশকে একজোট রাখার কৃতিত্বও তিনি কংগ্রেসকেই দেন।

একে অ্যান্টনি জানান, ইন্দিরা গান্ধীর থেকে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। ইন্দিরা গান্ধীই তাঁকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য় উৎসাহিত করেছিলেন। পুরনো স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, কেবল একটি নীতি নিয়েই দলের সঙ্গে তাঁর মত পার্থক্য় তৈরি হয়েছিল, কিন্তু পরে তিনি কংগ্রেসেই ফিরে আসেন। সেই সময় থেকে ইন্দিরা গান্ধীর প্রতি তাঁর সম্মান আরও বেড়ে যায় বলেই জানান।

ছেলের বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে “ভুল” ও “দুঃখজনক” বলে উল্লেখ করে তিনি বলেন, “আমি আমার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়ে রয়েছি। আমি জানি না আর কতদিন বাঁচব। তবে যতদিন রয়েছি, আমি কংগ্রেসের জন্যই বাঁচব”। ছেলের এই সিদ্ধান্তের পিছনে কী কারণ রয়েছে, তা জানতে চাওয়া হলে তিনি আর কোনও মন্তব্য করবেন না বলেই সাফ জানিয়ে দেন এবং তাঁর ব্য়ক্তিগত জীবন ও গোপনীয়তাকে যেন সম্মান করা হয়, সেই অনুরোধই করেন।