জন্মদিনের পরদিনই প্রয়াত নবতিপর কংগ্রেস নেতা মোতিলাল ভোরা

Dec 21, 2020 | 5:42 PM

প্রবীণ এই দলীয় নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধী। পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর থেকেও টুইটারে শোক প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ছত্তিশগঢ়ে মোতিলাল ভোরার শেষকৃত্য সম্পন্ন হবে।

জন্মদিনের পরদিনই প্রয়াত নবতিপর কংগ্রেস নেতা মোতিলাল ভোরা
প্রয়াত কংগ্রেস নেতা মোতিলাল ভোরা।

Follow Us

নয়া দিল্লি: প্রয়াত হলেন বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতা মোতিলাল ভোরা (Motilal Vora)। জন্মদিনের পরদিনই এল মৃত্যু সংবাদ। সোমবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবারই ৯৩ বছরে পা রাখেন ভোরা। কিছুদিন আগে মূত্রনালী ও ফুসফুসের সংক্রমণ নিয়ে ওখলার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরিবার সূত্রে খবর, শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এদিন সেখানেই প্রয়াত হন নবতিপর এই কংগ্রেস নেতা।

মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ভোরা। উত্তর প্রদেশের প্রাক্তন রাজ্যপালও ছিলেন তিনি। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ট্রেজারার হিসাবে ১৬ বছর কাজ করেছেন। প্রবীণ এই দলীয় নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধী। পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর থেকেও টুইটারে শোক প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ছত্তিশগঢ়ে মোতিলাল ভোরার শেষকৃত্য সম্পন্ন হবে।

Next Article