Rath yatra: দুর্গাপুজোর আগেই বাংলাজুড়ে ‘শৌর্য জাগরণ রথযাত্রা’, উত্তর থেকে দক্ষিণে বেরোবে ৪টি গেরুয়া রথ

Anjan Roy | Edited By: Sukla Bhattacharjee

Aug 07, 2023 | 6:33 PM

VHP: বাংলায় ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত শৌর্য জাগরণ রথযাত্রা হবে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ- বাংলার চারদিক থেকে ৪টি রথ বেরোবে। টানা ৮ দিন ধরে বিভিন্ন জেলা ঘুরবে বিশ্ব হিন্দু পরিষদের রথগুলি।

Rath yatra: দুর্গাপুজোর আগেই বাংলাজুড়ে শৌর্য জাগরণ রথযাত্রা, উত্তর থেকে দক্ষিণে বেরোবে ৪টি গেরুয়া রথ
দুর্গাপুজোর আগেই শুরু হবে বিজেপির রথযাত্রা। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: পাখির চোখ ২০২৪। লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর থেকে দক্ষিণ জুড়তে বাংলাজুড়ে রথযাত্রা (Rath yatra) করার পরিকল্পনা নিয়েছে BJP। বাংলা থেকেই এই যাত্রার সূচনা হতে চলেছে। দুর্গাপুজোর প্রাক্কালে বাংলার চার জায়গা থেকে রথ বের করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। বিশ্ব হিন্দু পরিষদের (VHP) তরফেই রথ বের করা হবে।

জানা গিয়েছে, বাংলায় বিশ্ব হিন্দু পরিষদের সমস্ত শাখা সংগঠনকে নানা কর্মসূচির মধ্যে নামানো হচ্ছে। ব্রিগেডে গীতা পাঠ, ব্লকে- ব্লকে দুর্গাপুজোয় যুক্ত থাকা, মন্দিরে-মন্দিরে উপাসনা করার নির্দেশ আগেই দেওয়া হয়েছে বিজেপি ও আরএসএসকর্মীদের। এবার রথযাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হল। বিশ্ব হিন্দু পরিষদের তরফেই এই রথযাত্রা করা হবে। যার নাম দেওয়া হয়েছে ‘শৌর্য জাগরণ রথযাত্রা’।

VHP সূত্রে জানা গিয়েছে, বাংলায় ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত শৌর্য জাগরণ রথযাত্রা হবে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ- বাংলার চারদিক থেকে ৪টি রথ বেরোবে। টানা ৮ দিন ধরে বিভিন্ন জেলা ঘুরবে বিশ্ব হিন্দু পরিষদের রথগুলি। মূলত, এই রথযাত্রার মাধ্যমে নরেন্দ্র মোদী সরকারের কাজ, রাম মন্দির রূপায়ণ এবং হিন্দুত্বের প্রচার করা হবে। গোটা বাংলা ঘুরে ৪টি রথ কলকাতায় এসে পৌঁছবে। তারপর ৮ অক্টোবর কলকাতায় বড় জনসভা করবে বিশ্ব হিন্দু পরিষদ। সেই জনসভায় উপস্থিত থাকতে পারেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি। এছাড়া রথযাত্রার সূচনাতেও ভিএইচপি, আরএসএস বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তীব্র হয়ে উঠছে শাসক ও বিরোধী দলের বিতর্ক। বিজেপিকে টেক্কা দিতে ইতিমধ্যে বিরোধীরা জোট গড়েছে। এই পরিস্থিতিতে বিরোধীদের ঠেকাতে সক্রিয় হয়ে উঠছে আরএসএস, ভিএইচপি। বাংলা থেকে আরও বেশি আসন পাওয়ার লক্ষ্যে হিন্দুত্বকে হাতিয়ার করে আরএসএস-এর সব সংগঠনকে পথে নামাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।‌ সেজন্যই ২০১৯ সালের আদলে এবারেও বাংলাজুড়ে রথযাত্রা করতে চলেছে ভিএইচপি।

Next Article