Video: বাপ রে বাপ, কেদারনাথ মন্দিরের পিছনের পাহাড়ে এ কি ঘটল!

Jun 30, 2024 | 4:41 PM

Kedarnath Avalanche Video: রবিবার (৩০ জুন), ফের তাজা হয়ে উঠল কেদারের ১১ বছর আগের ভয়াবহ বিপর্যয়ের স্মৃতি। এদিন ফের, কেদারনাথ ধাম মন্দিরের ঠিক পিছনে, চোরাবাড়ি এলাকায় ভেঙে গেল হিমবাহ। ফুঁসতে ফুঁসতে নেমে এল এক পাহাড় তুষার।

Video: বাপ রে বাপ, কেদারনাথ মন্দিরের পিছনের পাহাড়ে এ কি ঘটল!
কেদারনাথে চোরাবাড়ি এলাকায় ভেঙে গেল হিমবাহ
Image Credit source: Twitter

Follow Us

কেদারনাথ: ২০১৩ সালের ১৬ জুন, মেঘ ফাটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল কেদারনাথ-সহ উত্তরাখণ্ডের একটা বড় অংশ। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে গলে গিয়েছিল ৩৮০০ মিটার উচ্চতায় অবস্থিত চোরাবাড়ি হিমবাহ। মন্দাকিনী নদীর খাত বেয়ে নেমে এসেছিল সেই হিমবাহ গলা জল-কাদা। সেই বিপর্যয়ের পর ১১ বছর কেটে গিয়েছে। রবিবার (৩০ জুন), ফের তাজা হয়ে উঠল সেই ভয়াবহ বিপর্যয়ের স্মৃতি। এদিন ফের, কেদারনাথ দাম মন্দিরের ঠিক পিছনে, চোরাবাড়ি এলাকায় ভেঙে গেল হিমবাহ। ফুঁসতে ফুঁসতে নেমে এল এক পাহাড় তুষার। আচমকা, গান্ধী সরোবরের উপর দিয়ে বয়ে গেল বরফের নদী। তবে এখনও পর্যন্ত কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সম্পত্তির ক্ষয়ক্ষতিরও কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

তবে, এদিন সকালে কিছুক্ষণের জন্য শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল কেদারনাথ ধামে আগত ভক্তদের। আচমকাই, চোরাবাড়ির উপরে হিমালয় পর্বতমালায় ভেঙে পড়ে একটি হিমবাহ। যেন পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে বরফের নদী। কেদারনাথ মন্দিরের পিছনেই ঘটে এই ঘটনা। মন্দির চত্বরে উপস্থিত বহু ভক্ত-পর্যটক নিজেদের মোবাইল ক্যামেরায় প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের ছবি বন্দি করেন। প্রাথমিকভাবে তাঁরা ভয় পেয়েছিলেন, কেদারনাথ মন্দিরও ঢেকে যেতে পারে হিমবাহ ভাঙা বরফে। তবে, শেষ পর্যন্ত গান্ধী সরোবরে এসে পড়ে সেই বরফের ধ্বংসাবশেষ। জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক, নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, এদিন ভোর ৫টা নাগাদ গান্ধী সরোবরে নামে এই তুষার-ধস আঘাত হানে। তবে কারও প্রাণ যায়নি, সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়নি।


প্রসঙ্গত, গত ৮ জুনও প্রায় একই জায়গায় হিমবাহ ভেঙে পড়েছিল। গত বছরও মে ও জুন মাসে চোরাবাড়ি সংলগ্ন কম্প্যানিয়ন গ্লেসিয়ার এলাকায় পাঁচবার তুষারধস নেমেছিল। ২০২২-এর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেও এই অঞ্চলে তুষারধস নেমেছিল।

বর্তমানে উত্তরাখণ্ডে চলছে চারধাম যাত্রা। বর্ষার মধ্যেও কেদারনাথ দর্শনের জন্যও বিপুল সংখ্যক মানুষ জড়ো হচ্ছেন। ১০ মে থেকে শুরু হয়েছে যাত্রা। এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি ভক্ত সমাগম হয়েছে। প্রথম দিনই ২০ হাজারের বেশি ভক্তের পা পড়েছিল কেদারনাথ ধামে। যাত্রা শেষ হতে এখনও চার মাস বাকি। মনে করা হচ্ছে, এবার অন্তত ২৫ লক্ষ ভক্ত আসবেন কেদারনাথে। তারই মধ্যে এদিন ভয় দেখাল প্রকৃতি।

Next Article