Bhupesh Baghel Vs Vijay Baghel: ‘বাঘেল বনাম বাঘেলের লড়াই’! বিজেপির তুরুপের তাস সাংসদ ভাইপো, প্রার্থী হবেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে?

Chhattisgarh Assembly Election 2023: ভূপেশ বাঘেল পাটান আসন থেকে দাঁড়ান বরাবর। তবে এবারও তিনি ওই আসন থেকেই দাঁড়াবেন কি না, তা জানানো হয়নি কংগ্রেসের তরফে। তবে বিধানসভা নির্বাচনে কাকা-ভাইপোর লড়াই করিয়ে কংগ্রেসকে চাপে রাখতে চাইছে বিজেপি।

Bhupesh Baghel Vs Vijay Baghel: 'বাঘেল বনাম বাঘেলের লড়াই'! বিজেপির তুরুপের তাস সাংসদ ভাইপো, প্রার্থী হবেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে?
কাকা-ভাইপোর লড়াই দেখবে ছত্তীসগঢ়?Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 1:01 PM

ভোপাল: চলতি বছরের শেষভাগেই বিধানসভা নির্বাচন ছত্তীসগঢ়ে (Chhattisgarh)। একদিকে যেমন কংগ্রেসের (Congress) কাছে এটা ক্ষমতা ধরে রাখার লড়াই, উল্টোদিকে জিততে মরিয়া বিজেপি(BJP)-ও। তবে এবারের নির্বাচনে সবথেকে বড় চমক হল বাঘেল বনাম বাঘেলের লড়াই। নির্বাচন হতে এখনও মাস কয়েক বাকি, দিন ঘোষণাও করা হয়নি। তার আগেই বৃহস্পতিবার, মধ্য় প্রদেশ ও ছত্তীসগঢ়ের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করেছে বিজেপি।  আর সেখানেই দেখা গেল, বাঘেল বনাম বাঘেলের লড়াই। বিজেপির তরফে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী করা হল দুর্গের সাংসদ বিজয় বাঘেলকে (Vijay Baghel)। তিনি আবার সম্পর্কে রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) ভাইপো।

বৃহস্পতিবারই বিজেপির তরফে ছত্তীসগঢ়ের ২১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। গত নির্বাচনে এই ২১টি আসনেই পরাজিত হয়েছিল বিজেপি। যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ১৬ জনই নতুন মুখ। প্রার্থীদের অধিকাংশই পঞ্চায়েত স্তরের নেতা। পাঁচজন প্রার্থী আবার প্রাক্তন বিধায়ক। প্রার্থী তালিকায় পাঁচজন মহিলাও রয়েছেন।

ভূপেশ বাঘেল পাটান আসন থেকে দাঁড়ান বরাবর। তবে এবারও তিনি ওই আসন থেকেই দাঁড়াবেন কি না, তা জানানো হয়নি কংগ্রেসের তরফে। তবে বিধানসভা নির্বাচনে কাকা-ভাইপোর লড়াই করিয়ে কংগ্রেসকে চাপে রাখতে চাইছে বিজেপি। এর আগেও একবার ভূপেশ বাঘেলকে নির্বাচনে হারিয়েছিলেন ভাইপো বিজয় বাঘেল। এবারের আসন্ন নির্বাচনেও তাই বিজয়কেই তুরুসের তাস বানাতে চাইছে বিজেপি।

জানা গিয়েছে, ২০০৮ সালে ছত্তীসগঢ়ের পাটান আসন থেকেই মুখোমুখি লড়াই করেছিলেন ভূপেশ বাঘেল ও বিজয় বাঘেল। সেই নির্বাচনে ভূপেশ বাঘেলকে হারিয়ে দিয়েছিলেন বিজয়। তবে ২০১৩ সালে আবার যখন তাঁরা দুইজন বিধানসভা নির্বাচনে একে অপরের বিরুদ্ধে দাঁড়ান, তখন ভাইপোকে হারিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন ভূপেশ বাঘেল। ২০১৮ সালে বিজয় বাঘেল নির্বাচনে দাঁড়াননি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তিনি দুর্গ থেকে কংগ্রেস প্রার্থী প্রতিমা চন্দ্রকরের বিরুদ্ধে দাঁড়ান এবং চার লাখের ভোট মার্জিনে জয়ী হন।

উল্লেখ্য, ৯০ আসনের ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা করা হয়নি। ২০১৮ সালের নির্বাচনে ৯০টি আসনের মধ্য়ে কংগ্রেস জয়ী হয়েছিল। বিজেপি জিতেছিল ১৫টি আসনে। বর্তমানে কংগ্রেসের ৭১ জন বিধায়ক রয়েছে।