Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video of Jammu Brother-Sister Singing: ডোগরি ভাষার কথা শুনেছেন? ভাইবোনের যুগলবন্দিতে এই লোকসঙ্গীত মন জিতে নেবে আপনারও…

কনকনে ঠাণ্ডার মধ্যেই ছাদে মিষ্টি রোদ পোহাচ্ছেন দুই ভাইবোন। একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েই মিষ্টি সুরে গান ধরলেন দুই ভাইবোন। সুরটি মন মাতানো হলেও, শব্দগুলি অচেনা। কারণ ভাষাটি সকলের পরিচিত নয়।

Viral Video of Jammu Brother-Sister Singing: ডোগরি ভাষার কথা শুনেছেন? ভাইবোনের যুগলবন্দিতে এই লোকসঙ্গীত মন জিতে নেবে আপনারও...
নেটাগরিকদের মন জিতছে এই দুই ভাইবোনই।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2022 | 4:05 PM

জম্মু: শনিবারের সকাল। কনকনে ঠাণ্ডার মধ্যেই ছাদে মিষ্টি রোদ পোহাচ্ছেন দুই ভাইবোন। একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েই মিষ্টি সুরে গান ধরলেন দুজনে। সুরটি মন মাতানো হলেও, শব্দগুলি অচেনা। কারণ ভাষাটি সকলের পরিচিত নয়। ভাষাটি আসলে জম্মুর স্থানীয় ভাষা ডোগরি (Dogri)। মূলত জম্মু(Jammu)-তেই এই ভাষাটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল, যেমন হিমাচল প্রদেশ, পঞ্জাবের কিছু অংশেও এই ভাষাটি ব্য়বহার করা হয়ে থাকে।

ইতিহাস বলছে, মূলত ইন্দো-আর্য গোষ্ঠীর মানুষেরাই এই ভাষা ব্যবহার করে থাকেন। কিছুটা সংস্কৃত ও পালি, প্রাকৃত ভাষার সংমিশ্রণেই তৈরি এই ভাষা।যারা ডোগরি ভাষায় কথা বলেন, তাদের ডোগরা বা দুগ্গার বলেও ডাকা হয়। জম্মুর অপর নাম মন্দিরের শহর, যা দুগ্গারের জমি নামেও পরিচিত। সেই সূত্র ধরেও এই ভাষার নাম হয়েছে বলে মনে করেন অনেকে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, জম্মুর কাঁচা-মিঠা রোদে বসে দুই ভাইবোন তাদের স্থানীয় ভাষাতে গান গাইছেন। ভিডিয়োয় তারা যেমন নিজেদের কথা বলেছেন, তেমনই যে ভাষায় গান গাইছেন, তার উল্লেখও করেছেন। যে লোকগীতিটি তারা গাইছে, তা একটি মেয়েকে নিয়ে, যে নিজের দুনিয়াতেই মত্ত। তাঁর ওড়নার রঙ প্রকৃতির এক একটি দিককেই তুলে ধরছে।

সম্প্রতিই “দ্য কাশ্মীর ফাইলস” সিনেমা নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ। কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের যেভাবে রাতের অন্ধকারে তাড়ানো হয়েছিল, সেই রক্তমাখা ইতিহাসকেই তুলে ধরা হয়েছে। যেখানে সকলে উপত্যকার রক্তমাখা ইতিহাস নিয়ে চর্চায় ব্যস্ত, সেখানেই দুই ভাইবোনের এই ভাইরাল গান আরেকবার জম্মু-কাশ্মীরের সৌন্দর্য্যকেই তুলে ধরল।

আরও পড়ুন: Steel Road: বদলে যাবে রাস্তা তৈরির ধরনই! বর্জ্য দিয়েই তৈরি হল দেশের প্রথম ইস্পাতের রাস্তা 

আরও পড়ুন: Viral Video of Couple Fighting: ভিডিয়ো: জমির ‘জমিদারি’ নিয়ে ঝামেলা, হকি স্টিক দিয়ে এলোপাথাড়ি মার..