Viral Video of Couple Fighting: ভিডিয়ো: জমির ‘জমিদারি’ নিয়ে ঝামেলা, হকি স্টিক দিয়ে এলোপাথাড়ি মার..
Viral Video of Couple Fighting: স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন আগেই গ্রাম পঞ্চায়েতের তরফে জমি নিয়ে বিবাদ মিটিয়ে দেওয়া হয়। যুধবীর ও রামলখনের মধ্যে জমি ভাগাভাগি করে দেওয়া হলেও, রামলখন নিজের ভাগে পরা জমি নিয়ে সন্তুষ্ট ছিলেন না।
নয়ডা: খেলার সামগ্রীই হয়ে উঠল লড়াইয়ের হাতিয়ার। জমি বিবাদ যে এতটা চরমে উঠতে পারে, তা হয়তো কল্পনাও করতে পারেননি অনেকে। দুই প্রতিবেশীর মধ্যে হকি স্টিক দিয়ে লাঠালাঠি দেখে হতবাক প্রতিবেশীরা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই লড়াইয়ের ভিডিয়োও। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার একটি গ্রামে। জানা গিয়েছে, একটি বিতর্কিত জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল। দুই দিন আগেই গ্রামের পঞ্চায়েতের সদস্যরা সেই সমস্যার সমাধান করে দেন। কিন্তু এদের মধ্যে একজন তাঁর সম্পত্তির ভাগ নিয়ে সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতিবার তাদের মধ্যে ফের বচসা শুরু হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রেটার নয়ডার দুজানা গ্রামের বাসিন্দা যুধবীর ও রামলখনের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি জমিকে নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবারই সেই বিরোধ চরমে ওঠে। এরপরই তারা মাঠ থেকে বাড়ি ফেরার পথে নিজেদের মধ্যে মারপিট শুরু করে। হকিস্টিক দিয়েই বেধড়ক মারধর শুরু হয়। গোটা ঘটনা দেখে হতবাক হয়ে যান প্রতিবেশীরা। শেষ অবধি গ্রামবাসীরাই এসে থামান।
On Camera, 2 Noida Families Fight With Hockey Sticks Over Land Dispute
Read more: https://t.co/jWDdnQd0hd pic.twitter.com/JADFfyioqb
— NDTV (@ndtv) March 27, 2022
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন আগেই গ্রাম পঞ্চায়েতের তরফে জমি নিয়ে বিবাদ মিটিয়ে দেওয়া হয়। যুধবীর ও রামলখনের মধ্যে জমি ভাগাভাগি করে দেওয়া হলেও, রামলখন নিজের ভাগে পরা জমি নিয়ে সন্তুষ্ট ছিলেন না। বৃহস্পতিবার জমি থেকে ফেরার পথে রামলখন, তাঁর স্ত্রী সুমন ও ছেলে অঙ্কিত প্রতিবেশী যুধবীর ও তাঁর স্ত্রীর উপরে হকিস্টিক নিয়ে হামলা চালায়। সেই সময় যুধবীর ও তাঁর স্ত্রী মাঠে যাচ্ছিলেন।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যায়, যুধবীর ও রামলখন একে অপরকে বেধড়ক মারধর করছেন। স্বামীদের ছাড়াতে গিয়ে, তাদের স্ত্রীরাও ঝামেলায় জড়িয়ে পড়েন। তারাও হাতে লাঠি তুলে নিয়ে একে অপরকে মারতে শুরু করেন। ঘটনায় দুই দম্পতিই আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
যুদবীরের অভিযোগের ভিত্তিতে পুলিশ রামলখন ও তাঁর স্ত্রী সুমনকে গ্রেফতার করে। তাদের ছেলে অঙ্কিতের বিরুদ্ধেও ভারতীয় দণ্ডবিধির যথাযথ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: Child Death: ভিতর থেকে আসছিল পোড়া গন্ধ, মাইক্রোওয়েভ ওভেন খুলতেই বেরিয়ে এল ২ মাসের শিশুর দেহ