VIDEO: ল্যাব টেকনিশিয়ান নেই, YouTube দেখেই হাসপাতালে ECG করছে ঠিকাকর্মী!
Viral Video: যে রোগীর ইসিজি করা হচ্ছিল, তিনিই ভিডিয়োটি করেন। ভাইরাল ভিডিয়োয় ওই রোগীকে বলতে শোনা যাচ্ছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান ছুটিতে রয়েছেন। চুক্তিভিত্তিক কর্মী তাই ইসিজি করতে এসেছেন, কিন্তু তিনি ইসিজির বিষয়ে কিছুই জানেন না। ইউটিউব দেখে শিখছেন।
যোধপুর: ল্যাব টেকনিশিয়ান ছুটিতে। এদিকে হাসপাতালে লম্বা লাইন। ইসিজি করবে কে? ধরে আনা হল ঠিকা কর্মীকে। সেই নাকি ইসিজি করবে! সত্যি সত্যিই রোগীকে বেডে শুইয়ে ইসিজি শুরু করলেন ঠিকা কর্মী। তাও আবার ইউটিউব দেখে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো।
জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়োটি আসলে রাজস্থানের যোধপুরেক একটি হাসপাতালের। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ঠিকা কর্মী রোগীর ইসিজি করার প্রস্তুতি নিচ্ছেন। হাতে ইসিজির প্লাগ ধরা। আরেক হাতে মোবাইলে ইউটিউব খুলে কীভাবে ইসিজি করতে হয়, তা শিখছেন।
যে রোগীর ইসিজি করা হচ্ছিল, তিনিই ভিডিয়োটি করেন। ভাইরাল ভিডিয়োয় ওই রোগীকে বলতে শোনা যাচ্ছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান ছুটিতে রয়েছেন। চুক্তিভিত্তিক কর্মী তাই ইসিজি করতে এসেছেন, কিন্তু তিনি ইসিজির বিষয়ে কিছুই জানেন না। ইউটিউব দেখে শিখছেন। রোগী প্রশ্নও করেন, “আপনি যখন জানেন না, ইসিজি করছেন কেন? ইন্টারনেট দেখে কীভাবে ইসিজি করবেন?”
दीपावली पर स्टाफ की कमी…. कर्मचारी ने यूट्यूब वीडियो देखकर की मरीज की ECG! कहा का वीडियो है इसकी पुष्टि नहीं है।@BhajanlalBjp @GajendraKhimsar @8PMnoCM pic.twitter.com/qlKPQtTblx
— Dr. Ashok Sharma (@ashok_Jodhpurii) November 1, 2024
গোটা ভিডিয়োয় হাসপাতালের ওই কর্মীকে মোবাইলের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। সেই ভিডিয়ো দেখেই তিনি পয়েন্ট নির্ধারণ করছেন যে কোথায় ইসিজির প্লাগটি কোথায় লাগাবেন। রোগী বারবার প্রশ্ন করলেও উত্তর দেননি। বরং লিড (ইসিজির জন্য শরীরে যে তার লাগানো হয়) লাগানোর পর বলেন, “সঠিক পয়েন্টেই লাগানো হয়েছে। আপনার সমস্যা কী?”
রোগীও পাল্টা বলেন, “আপনার অভিজ্ঞতা নেই, তাও ইসিজি করছেন কেন?”। এর জবাবে ওই কর্মী বলেন, “হ্যাঁ, আমি কখনও ইসিজি করিনি। আমি ল্যাব টেকনিশিয়ান নই।”
ভিডিয়োটি ব্যাপক ভাইরাল হওয়ার পরই টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয় হাসপাতালের তরফে।