Money Recovery: থরে থরে সাজানো শুধু ২০০-৫০০-র নোটের বান্ডিল! আবার টাকার পাহাড়ের হদিস

Money Recovery: বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। সেখানে ১০ টাকা, ২০ টাকার বান্ডিল যেমন রয়েছে, তেমনই ২০০, ৫০০ টাকার নোটের বান্ডিলও উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ টাকা গোনা শুরু হয়েছে। এখনও গণনা চলছে।   

Money Recovery: থরে থরে সাজানো শুধু ২০০-৫০০-র নোটের বান্ডিল! আবার টাকার পাহাড়ের হদিস
উদ্ধার হওয়া টাকার বান্ডিল।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: May 10, 2024 | 11:38 AM

ভোপাল: আবার টাকার পাহাড়ের খোঁজ। থরে থরে সাজানো নোট। ১০ টাকা, ২০ টাকার নোট থেকে শুরু করে ২০০, ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হল। আয়কর হানায় বিপুল টাকার খোঁজ। ঝাড়খণ্ডের পর এবার মধ্য প্রদেশের ভোপাল থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। এখনও টাকা গোনা চলছে।

জানা গিয়েছে, এ দিন সকালে ভোপালের পন্ত নগর কলোনিতে কৈলাশ ক্ষেত্রী নামক এক ব্যক্তির বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। সেখানে ১০ টাকা, ২০ টাকার বান্ডিল যেমন রয়েছে, তেমনই ২০০, ৫০০ টাকার নোটের বান্ডিলও উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ টাকা গোনা শুরু হয়েছে। এখনও গণনা চলছে।

সূত্রের খবর, ওই ব্যক্তি টাকা লেনদেনের কাজ করেন। পুরনো নোট বদলানোর কাজ করেন। তবে তদন্তকারীদের সন্দেহ, এই বিপুল পরিমাণ টাকা রাজনৈতিক নেতাদের। কালো টাকা সাদা করার কাজ করতেন ওই ব্যক্তি।