Wearing Sindoor: বিবাহিত অথচ কপালে সিঁদুর নেই! ‘স্বামীর প্রতি নিষ্ঠুরতা’ বলল পারিবারিক আদালত

Mar 23, 2024 | 1:01 PM

Wearing Sindoor: হিন্দু বিবাহ আইন অনুযায়ী, বিচারক এক ব্যক্তি স্ত্রীকে ফেরানোর আবেদন জানিয়ে পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিচারক এনপি সিং জানিয়েছেন, আদালতে যখন মহিলার বয়ান নেওয়া হয়েছিল, তখন তিনি জানিয়েছিলেন যে তিনি সিঁদুর পরেন না। বিচারকের মন্তব্য, 'সিঁদুর পরা মহিলাদের ধর্মীয় কর্তব্য। এটাই প্রমাণ করে যে ওই মহিলা বিবাহিত।'

Wearing Sindoor: বিবাহিত অথচ কপালে সিঁদুর নেই! স্বামীর প্রতি নিষ্ঠুরতা বলল পারিবারিক আদালত
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

ইন্দোর: সাধারণত হিন্দু ধর্মে বিভিন্ন পুজো বা রীতিতে সিঁদুরের ব্যবহার আছে। এছাড়া বিবাহিত মহিলাদের ক্ষেত্রে মূল প্রতীক হিসেবে ধরা হয় সিঁদুরকে। অর্থাৎ বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরের বহু পুরনো রীতি মেনেই। সম্প্রতি একটি পারিবারিক আদালতের মামলায় বিচারপতি দেখেন বিবাহিত সম্পর্কে থাকাকালীন কপালে সিঁদুর পরতেন না স্ত্রী। আর এটা দেখেই সেই স্ত্রীকে দ্রুত স্বামীর কাছে ফেরার নির্দেশ দিল আদালত। বিচারপতি উল্লেখ করেছেন, ধর্মীয় রীতি মেনে সিঁদুর পরা বিবাহিত মহিলাদের কর্তব্য। সেটা না পরলে স্বামীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে গণ্য হবে।

মধ্য প্রদেশের ইন্দোরের পারিবারিক আদালত এই যুক্তিতেই অবিলম্বে স্বামীর কাছে ফেরার নির্দেশ দিয়েছে স্ত্রীকে। হিন্দু বিবাহ আইন অনুযায়ী, বিচারক এক ব্যক্তি স্ত্রীকে ফেরানোর আবেদন জানিয়ে পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিচারক এনপি সিং জানিয়েছেন, আদালতে যখন মহিলার বয়ান নেওয়া হয়েছিল, তখন তিনি জানিয়েছিলেন যে তিনি সিঁদুর পরেন না। বিচারকের মন্তব্য, ‘সিঁদুর পরা মহিলাদের ধর্মীয় কর্তব্য। এটাই প্রমাণ করে যে ওই মহিলা বিবাহিত।’

দু পক্ষের শুনানির পর বিচারক উল্লেখ করেন, এই মামলায় বোঝা যাচ্ছে যে স্বামী কখনই স্ত্রীকে বঞ্চিত করেননি। স্ত্রীই স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন, ডিভোর্সও দিতে চেয়েছিলেন। বিচারকের পর্যবেক্ষণ, ‘স্ত্রী সিঁদুর পরতেন না। তিনি স্বামীর প্রতি নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন।’

অন্যদিকে, স্ত্রী দাবি করেন, তাঁর স্বামী তাঁকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতেন। আদালত উল্লেখ করেছে, এ ক্ষেত্রে মহিলা এই বিষয়ে কোনও অভিযোগ কখনও দায়ের করেননি। জানা গিয়েছে, ২০১৭ সালে বিয়ে হয় ওই দম্পতির, তাঁদের এক পাঁচ বছরের সন্তান রয়েছে।

Next Article