AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

La. Ganesan: প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল, শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

La. Ganesan: গত ৮ অগস্ট বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট লাগে লা গনেশনের। বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সার্জারিও করা হয়।

La. Ganesan: প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল, শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর
| Updated on: Aug 16, 2025 | 7:08 AM
Share

নয়া দিল্লি: প্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল লা গনেশন। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “একজন আদ্যোপান্ত জাতীয়বাদী হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”

জাতির উন্নয়নে কীভাবে কাজ করেছেন লা গনেশন, সে কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। মোদী আরও লিখেছেন, “তিনি তামিলনাড়ু জুড়ে বিজেপির বিস্তারে সাহায্য করেছেন। তামিল সংস্কৃতির প্রতিও তাঁর গভীর ভালবাসা ছিল।”

জানা গিয়েছে, গত ৮ অগস্ট বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট লাগে লা গনেশনের। বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সার্জারিও করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সার্জারি করে চেষ্টা করা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

তামিলনাড়ুর থাঞ্জাভুরে জন্ম লা গনেশনের। আরএসএস-এর সদস্য হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন তিনি, পরে যোগ দেন বিজেপিতে। পরবর্তীতে রাজ্যসভার সাংসদও হয়েছেন তিনি। দক্ষিণ ভারতে বিজেপির বিস্তারে বিশেষ ভূমিকা রয়েছে তাঁর।

২০২১-এ মণিপুরের রাজ্যপাল হন তিনি। ২০২৩ পর্যন্ত ওই রাজ্যের রাজ্যপাল ছিলেন। ওই সময়েই ২০২২-এর জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের গভর্নর হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন। পরে ২০২৩-এর ২০ ফেব্রুয়ারি নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে শপথ নেন তিনি।