Elon Musk: স্টিভ জবসের স্ত্রীর পর এবার ইলন মাস্ক! মহাকুম্ভে পুণ্যস্নানে আসছেন টেসলা কর্তা?

Avra Chattopadhyay |

Jan 18, 2025 | 5:25 PM

Elon Musk: আর তার এই পোস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে তুঙ্গে উঠেছে জল্পনা। মহাকুম্ভে আদৌ ইলন মাস্ক আসবেন কি না সেই নিয়ে সমাজমাধ্যমে রীতিমতো আলোচনা সভা বসিয়ে ফেলেছেন নেটিজেনরা।

Elon Musk: স্টিভ জবসের স্ত্রীর পর এবার ইলন মাস্ক! মহাকুম্ভে পুণ্যস্নানে আসছেন টেসলা কর্তা?
Image Credit source: Pixlr Generative Image

Follow Us

ওয়াশিংটন: স্টিভ জবসের স্ত্রীয়ের পর এবার মহাকুম্ভে আসছেন টেসলা কর্তা ইলন মাস্ক? সমাজমাধ্যম জুড়ে আপাতত তুঙ্গে চড়েছে এই জল্পনা। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর ত্রিবেণী মহাসঙ্গমে এখন উৎসবের আমেজ। মহাকুম্ভ ঘিরে ভিড় জমিয়েছে পুণ্যার্থীরা। দেশ-বিদেশে থেকেও এসেছে অনেকেই।

মহাকুম্ভের পুণ্য তিথিতে পুণ্যস্নানে যোগ দিতে সুদূর ক্যালিফোর্নিয়া থেকে হাজির হয়েছেন খোদ স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েলও। তবে এবার মহাকুম্ভ ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী মাসের ২৬ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। আর তার আগেই ‘পাপ ধুতে’ হাজির হবেন খোদ টেসলা কর্তা ইলন মাস্ক?

ঘটনাটা ঠিক কী?

জল্পনার সূত্রপাত লেখক অমিশ ত্রিপাঠির হাত ধরে। এদিন নিজের X হ্যান্ডেল সাবেক টুইটারে তিনি লেখেন, ‘ইলন মাস্কের সঙ্গে একটা ভাল সময় কাটালাম। বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হল। আর সেই সব আলোচনার ফাঁকে তাঁকে মহাকুম্ভে আসার নিমন্ত্রণটাও দিয়ে এলাম। আশা করছি সে কথা রাখবে।’

আর তার এই পোস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে তুঙ্গে উঠেছে জল্পনা। মহাকুম্ভে আদৌ ইলন মাস্ক আসবেন কি না সেই নিয়ে সমাজমাধ্যমে রীতিমতো আলোচনা সভা বসিয়ে ফেলেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, মহাকুম্ভের পুণ্য তিথিতে দিন-পাঁচেকের জন্য ভারত সফর সেরে গিয়েছেন প্রাক্তন অ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা স্বর্গীয় স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল। দূর দেশ পেরিয়ে কুম্ভের পুণ্যভূমিতে পাড়ি দিয়েছিলেন তিনি। দেখা করে গিয়েছেন নিজের গুরুর সঙ্গেও। ৬১ বছর বয়সে এসে পেয়েছেন হিন্দু নাম ‘কমলাও’।

Next Article