AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১০টি উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রাজ্যের

দিনকয়েক আগেই কেন্দ্রের রেল বোর্ডের (Eastern Railway) তরফে সমস্ত জ়োনকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। সংক্রমণের হার কমলেই আবার দূরপাল্লার ট্রেনের যাতায়াত বাড়বে।

১০টি উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রাজ্যের
প্রতীকী চিত্র
| Updated on: Jun 17, 2021 | 8:05 PM
Share

কলকাতা: আপাতত স্টাফ স্পেশাল ট্রেন (Train) ছাড়া হাতে গোনা কয়েকটি দূরপাল্লার ট্রেন চলছে। এরইমধ্যে আরও ১০টি স্পেশাল ট্রেন আপাতত চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য। যাত্রীসংখ্যা বিবেচনা করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউকে প্রতিহত করতে রাজ্যজুড়ে বিধিনিষেধের বেড়াজাল বুনে দিয়েছে নবান্ন। গণপরিবহণ সবই বন্ধ। বাস, মেট্রো, ট্যাক্সি—আপাতত বন্ধ থাকছে ৩০ জুন পর্যন্ত। লোকাল ট্রেন বন্ধের পর মাস ঘুরে গিয়েছে। স্টাফ স্পেশাল ট্রেনে আপাতত স্বাস্থ্যকর্মী, ব্যাঙ্ককর্মী, ডাককর্মীদের যাতায়াতের অনুমতি রয়েছে। তবে যাত্রীদের ট্রেনের চাহিদা বাড়ছে। আর সেই কথা মাথায় রেখে ধীরে ধীরে দূরপাল্লার ট্রেনের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

দিনকয়েক আগেই কেন্দ্রের রেল বোর্ডের তরফে সমস্ত জ়োনকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। সংক্রমণের হার কমলেই আবার দূরপাল্লার ট্রেনের যাতায়াত বাড়বে। সূত্রের খবর, শনিবার হাওড়া ও শিয়ালদহ থেকে একাধিক দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু হয়ে যাচ্ছে। ট্রেনগুলি আগের টাইমটেবিল অনুযায়ী চলবে বলেই জানানো হয়েছে। এরইমধ্যে জানানো হল উৎসব স্পেশাল ১০টি ট্রেন আপাতত চলবে।

আরও পড়ুন: কোভিডে ঝোপ বুঝে কোপ, এক মাসে ৩০ লক্ষ টাকার বিল বেসরকারি হাসপাতালে

এই তালিকায় রয়েছে- ১. গোরক্ষপুর-কলকাতা স্পেশাল (রবিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার) ২. কলকাতা-গোরক্ষপুর স্পেশাল (সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার) ৩. গোরক্ষপুর-কলকাতা স্পেশাল (বুধবার, শনিবার) ৪. কলকাতা-গোরক্ষপুর স্পেশাল (রবিবার, বুধবার) ৫. গোরক্ষপুর-কলকাতা স্পেশাল (বৃহস্পতিবার) ৬. কলকাতা-গোরক্ষপুর স্পেশাল (শুক্রবার) ৭. গোরক্ষপুর-হাতিয়া স্পেশাল (প্রতিদিন) ৮. হাতিয়া-গোরক্ষপুর স্পেশাল (প্রতিদিন) ৯. জম্মু-তাওয়াই-ভাগলপুর স্পেশাল (মঙ্গলবার) ১০. ভাগলপুর-জম্মু তাওয়াই স্পেশাল (বৃহস্পতিবার)