কলকাতা: হাতে আর মাত্র কটা দিন। এক মাসেরও কম সময়। ৯ বছর পূর্ণ করতে চলেছে মোদী সরকার (Modi Government)। আর সে কারণেই গোটা দেশে বড় কর্মসূচি নেওয়া হচ্ছে পদ্ম শিবিরের (BJP) তরফে। তালিকায় রয়েছে এই রাজ্য। বর্ষপূর্তি উপলক্ষে বাংলায় ১০০টি জনসভা করতে হবে। দলীয় সার্কুলারে দেওয়া হয়েছে এমনই নির্দেশ। জেলায় জেলায় জনসভায় রাখতে হবে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের। আমন্ত্রণ জানাতে হবে চা চক্রে, করতে হবে নৈশভোজ। এই সমস্ত অনুষ্ঠানে কেন্দ্রের মন্ত্রী, সাংসদ, দলের নেতাদের উপস্থিত থাকতে। ৯ বছরে মোদী সরকারের গৌরবজ্জ্বল দিকগুলি তুলে ধরতে হবে। বাড়াতে হবে জনসংযোগ। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর আম-আদমি জন্য মোদী সরকার ঠিক কতটা ভাল ভাল পদক্ষেপ নিয়ে তুলে ধরতে হবে সেসবই। নির্দেশ এমনটাই।
কাজে লাগাতে হবে সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার জনসভার জন্য চালাতে হবে প্রচার। তুলে ধরতে হবে মোদী সরকারের কাজের খতিয়ান। সার্কুলারে বলা হয়েছে এমনটাও। সূত্রের খবর, ৩০ মে থেকে ৩০ জুন, মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে পদ্ম শিবিরের তরফে একাধিক অনুষ্ঠান হতে চলেছে গোটা দেশজুড়ে। গোটা দেশে মোট ৫১টি বড় জনসভা হতে চলেছে। দলের তরফে সর্বভারতীয় পদাধিকারীরা এই সমস্ত জনসভায় ভাষন দেবেন।
সার্কুলারে বাংলার জন্য বলা হয়েছে প্রতিটা মণ্ডল স্তরে ১০০ জনের একটি করে সভা করতে হবে। পাশাপাশি সমস্ত লোকসভায় বুদ্ধিজীবীদের একত্রিত করে করতে হবে সভা। জনসম্পর্ক অভিযানের মাধ্যমে জন সমর্থন আদায় করতে হবে। সেই জন্য ক্রীড়াবিদ, শিল্পপতি, শহীদ পরিবার-সহ সমাজের বিভিন্ন অংশে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে হবে। করতে হবে ব্যবসায়ী সম্মেলন। পুরানো দিনের পার্টির নেতা ও করমীদের সঙ্গে নতুন করে সম্পর্ক আরও নিবিড় করতে হবে। রবিবার রাজ্য কার্যকারিনি বৈঠকে এই সার্কুলারে সবাইকে দেওয়া হবে বলে খবর। কর্মসূচির জন্য রাজ্য ও জেলাস্তরে কমিটি তৈরি করতেও বলা হয়েছে। প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে বিজেপির এই কর্মসূচি ভোটের ময়দানে কেমন ছাপ ফেলে এখন সেটাই দেখার।