Money looted: ‘কম দামে সোনা কিনতে চান?’, পঞ্চসায়রের মাঠে গিয়ে হাড়হিম অভিজ্ঞতা ব্যবসায়ীর
Money looted from businessman: ধৃত ২ জনের নাম নুর ইসলাম ও সোমনাথ চক্রবর্তী। ঢোলারহাট থেকে তাঁদের গ্রেফতার করে পঞ্চসায়র থানার পুলিশ। নুরের বাড়ি ঘোলায় আর সোমনাথ ব্যারাকপুরের বাসিন্দা। এদিন ধৃতদের আদালতে তোলা হলে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

কলকাতা: বাজারমূল্যের থেকে কম দামে সোনা বিক্রি করতে চান। এই কথা জানিয়ে ‘টোপ’ দেওয়া হয়েছিল ব্যবসায়ীকে। আর সেই ফাঁদে পা দিয়েই কম দামে সোনা কিনতে গিয়ে ৫ লক্ষ টাকা খোয়ালেন পার্ক স্ট্রিটের এক ব্যবসায়ী। এক বন্ধুকে নিয়ে আকাশ গুপ্তা নামে ওই ব্যবসায়ী পঞ্চসায়রে খেলার মাঠের কাছে পৌঁছলে পুলিশ পরিচয় দিয়ে দুই অভিযুক্ত তাঁর কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়ে পালায়। তবে অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে দুই অভিযুক্ত গ্রেফতার করল পঞ্চসায়র থানার পুলিশ।
ধৃত ২ জনের নাম নুর ইসলাম ও সোমনাথ চক্রবর্তী। ঢোলারহাট থেকে তাঁদের গ্রেফতার করে পঞ্চসায়র থানার পুলিশ। নুরের বাড়ি ঘোলায় আর সোমনাথ ব্যারাকপুরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, কম দামে সোনা বিক্রি করতে চান জানিয়ে আকাশ গুপ্তাকে টোপ দিয়েছিলেন অভিযুক্তরা। মঙ্গলবার দুপুরে পার্ক স্ট্রিট এলাকার ওই ব্যবসায়ীকে পঞ্চসায়র খেলার মাঠের কাছে ডেকে পাঠানো হয়।
সেইমতো মঙ্গলবার দুপুরে রাজু সরকার নামে এক বন্ধুকে নিয়ে পঞ্চসায়রে খেলার মাঠের কাছে পৌঁছে যান আকাশ গুপ্তা। তখন নুর ইসলাম ও সোমনাথ নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখান ব্যবসায়ীকে। তারপর তাঁর কাছে থাকা পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন। শুধু তাই নয়, ব্যবসায়ীর বন্ধুকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে ঘড়ি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেন অভিযুক্তরা। পরে রাজু সরকারকে অজয়নগর এলাকায় গাড়ি থেকে নামিয়ে নুর ও সোমনাথ পালিয়ে যান।
ঘটনার পর পঞ্চসায়র থানার অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। ঘটনার তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদিন তাঁদের আদালতে তোলা হলে বিচারক ১২ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
