কলকাতা: টিকিট না থাকায় এক মহিলা যাত্রীকে মারধরের অভিযোগ ঘিরে শুক্রবার সন্ধেয় ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল বিধাননগর স্টেশনে। টিকিট পরীক্ষকদের সঙ্গে যাত্রীদের বচসা-হাতাহাতি… সে এক তুলকালাম কাণ্ড! বিধাননগর স্টেশনে গত সন্ধের সেই অশান্তি, ভাঙচুর ও মারধরের ঘটনায় ইতিমধ্যেই পদক্ষেপ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শিয়ালদহ জিআরপি-তে অভিযোগ জানানো হয়েছে রেলের তরফে। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন জিআরপির অফিসাররা। রেল পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।
এদিকে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, শুক্রবার সন্ধের ঘটনায় এক মহিলা-সহ তিনজন টিকিট পরীক্ষক আক্রান্ত হয়েছেন। গতসন্ধের ঘটনায় আহত তিনজন টিকিট পরীক্ষকই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিধাননগর স্টেশনের ঘটনার সূত্রপাত কী থেকে, তা বোঝার চেষ্টা করছেন রেল পুলিশের কর্মীরা। জানা যাচ্ছে, আক্রান্ত টিকিট পরীক্ষকদের সঙ্গে এদিন কথা বলে তাঁদের বয়ান সংগ্রহ করবেন তদন্তকারী অফিসাররা।
উল্লেখ্য, শুক্রবার সন্ধেয় বিধাননগর স্টেশনে এক টিকিট পরীক্ষক ডিউটি করছিলেন। স্বাভাবিক নিয়মেই যাত্রীদের থেকে টিকিট দেখতে চাইছিলেন তিনি। সেই সময়েই গোলমালের সূত্রপাত। কয়েকজন যাত্রীর কাছে টিকিট দেখতে চাওয়াতেই শুরু হয়ে যায় বচসা-গোলমাল। ওই যাত্রীরা টিকিট পরীক্ষকের সঙ্গে বচসা বাঁধিয়ে দেন বলে অভিযোগ। সূত্রের খবর, ওই সময়েই এক মহিলা যাত্রীর গায়ে টিকিট পরীক্ষক হাত তোলেন বলে অভিযোগ। তা নিয়ে ঝামেলা, গন্ডগোল ক্রমেই বাড়তে শুরু করে এবং হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে ছুটে আসেন বিধাননগর স্টেশনে কর্তব্যরত আরপিএফ ও জিআরপি-র কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছিল রেল পুলিশের কর্মীদের। কোনওরকমে তাঁরা বিক্ষুব্ধ যাত্রীদের সেখান থেকে হঠিয়ে টিকিট পরীক্ষকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।