4 year old by died: স্কুলে আসার পথেই বমি, কলকাতায় মৃত্যু ৪ বছরের শিশুর

সিজার মণ্ডল | Edited By: সঞ্জয় পাইকার

Sep 13, 2024 | 4:00 PM

4 year old by died: ওই শিশুকে এনআরএস হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

4 year old by died: স্কুলে আসার পথেই বমি, কলকাতায় মৃত্যু ৪ বছরের শিশুর
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: মধ্য কলকাতার নামী স্কুলের ছাত্রর মৃত্যু। শুক্রবার স্কুলে আসার পথে অসুস্থ হয়ে পড়ে সে। বমি করতে শুরু করে। পুলকার চালক ও শিশুর পরিবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওই শিশুকে এনআরএস হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশুর দেহের ময়নাতদন্ত শুরু হয়েছে।

মৃত ওই শিশুর নাম তনুষ রায়। বছর চারেকের তনুষ মধ্য কলকাতার ওই নামী স্কুলের নার্সারিতে পড়ত। স্কুলের তরফে জানানো হয়েছে, তনুষ স্কুলে নিয়মিত আসত। গতকালও স্কুলে এসেছিল। কিন্তু, এদিন স্কুলে পৌঁছায়নি সে। জানা গিয়েছে, স্কুলে আসার জন্য এদিন পুলকারে উঠেছিল তনুষ। আচমকা অসুস্থ হয়ে পড়ে। বমি করতে শুরু করে। ওই শিশুর মৃত্যুতে শোকপ্রকাশ করে স্কুলের প্রিন্সিপাল জানান, “সকাল আটটা থেকে ক্লাস শুরু হয়। শিশুটি স্কুলের ভিতর ঢোকেনি। আমাদের এক ছাত্রকে হারালাম।”

শিশুটির বাড়ি কেষ্টপুরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে শিশুটির পেটে ব্যথা হয়েছিল। তার মা ওষুধ খেতে দেন। এদিন সকালে স্কুলে আসার জন্য পুলকারেও উঠেছিল। পুলকার উল্টোডাঙা আসার পর শিশুটি পেটে ব্যথার কথা জানায় চালককে। বাড়ি ফিরে যেতে চায়। জানা গিয়েছে, বাকি বাচ্চাদের পরীক্ষা থাকায়, শিশুটিকে ফিরিয়ে নিয়ে যেতে পারেননি চালক। হঠাৎ কী কারণে সে এতটা অসুস্থ হয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই ওই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Next Article