Kolkata Road Accident: রক্তে ভাসল ডিসেম্বরের শহর, বড়দিনের আগেই রাতের কলকাতায় পরপর দুর্ঘটনায় মৃত ৫

Supriyo Guha | Edited By: জয়দীপ দাস

Dec 20, 2023 | 3:48 PM

Kolkata Road Accident: একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পশ্চিম বন্দর থানা এলাকায়। দ্রুত গতিতে থাকা একটি বেলাগাম স্কুটি ডিভাইডরে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ঘটনাস্থেই মৃত্যু হয় স্কুটি চালকের। আরও একটি পথ দুর্ঘটনা ঘটে কেএলসি থানা এলাকায়।

Kolkata Road Accident: রক্তে ভাসল ডিসেম্বরের শহর, বড়দিনের আগেই রাতের কলকাতায় পরপর দুর্ঘটনায় মৃত ৫
রাতের শহরে পরপর দুর্ঘটনা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বড়দিনের আগে রাতের শহরে একেরপর এক পথ দুর্ঘটনা। একরাতে পথ দুর্ঘটনায় (Kolkata Road Accident) শহরে এক তরুণী-সহ ৫ জনের মৃত্যু। শহরের চারটি পৃথক থানা এলকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই ৫ জনের। সূত্রের খবর, বুধবার গভীর রাতে প্রিন্সেপ ঘাটের কাছে বাবুঘাটগামী একটি বাইক ধাক্কা মারে ডিভাইডারে। বাইকে চালক ছাড়াও আরও দুজন সওয়ারি ছিল বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনায় এক তরুণী-সহ দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আর এক সওয়ারিকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।

অন্যদিকে একই রাতে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গড়ফা থানা এলাকায়। সূত্রের খবর, গড়ফা থানা এলাকার কালিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি গাড়ির দরজায় পিছন থেকে আসা বাইক সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে প্রথমে যাদবপুরে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় এমআর বাঙুরে পাঠানো হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকেরা। মৃত যুবকের নাম বিশাল সর্দার।

আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পশ্চিম বন্দর থানা এলাকায়। দ্রুত গতিতে থাকা একটি বেলাগাম স্কুটি ডিভাইডরে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ঘটনাস্থেই মৃত্যু হয় স্কুটি চালকের। আরও একটি পথ দুর্ঘটনা ঘটে কেএলসি থানা এলাকায়। সূত্রের খবর, রাতে বামনঘাটা থেকে ভাঙড়ের দিকে যাচ্ছিল একটি বাইক। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন খুবই গতিতে ছিল বাইকটি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। রক্তে ভেসে যায় রাস্তা। দ্রুত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

Next Article