AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China’s ‘Treasure’ in Bengal: চিনের ‘গুপ্তধন’ পুরুলিয়ায়! ৬.৭ লক্ষ মেট্রিক টন বিরল মৃত্তিকা মৌলের খোঁজ, দাম জানলে ঘুম উড়ে যাবে

China's 'treasure' in Bengal: রেরাল আর্থ এলিমেন্ট অর্থাৎ বিরল মৃত্তিকা মৌল, বিশ্বে যার ৯০ শতাংশ ভাণ্ডার রয়েছে চিনে। মার্কিন মুলুকে যেটুকু ভাণ্ডার রয়েছে তা আমেরিকার চলে না। অত্যাধুনিক বিশ্বে এই খনিজ ছাড়া এতটুকু এগোনোর উপায় নেই। কিন্তু কেন?

China's 'Treasure' in Bengal: চিনের ‘গুপ্তধন’ পুরুলিয়ায়! ৬.৭ লক্ষ মেট্রিক টন বিরল মৃত্তিকা মৌলের খোঁজ, দাম জানলে ঘুম উড়ে যাবে
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Aug 10, 2025 | 11:31 AM
Share

কলকাতা: বাংলার গর্ভে বিরল রত্ন। চিনের গুপ্তধন এবার এই পুরুলিয়ায়। কালাপাথর-রঘুডিহি ব্লকে ৬.৭ লক্ষ মেট্রিক টন রেয়ার আর্থ এলিমেন্টের খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে। যার আনুমানিক মূল ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। বহু বছর আগেই উত্তর ২৪ পরগনার অশোক নগরে গ্যাসের ভাণ্ডার খুঁজে পেয়েছিল ONGC। রাজ্য সরকার প্রয়োজনীয় লিজ বা ইজারা না দেওয়ায় গ্যাস উত্তোলন থমকে যায়। এবার পুরুলিয়াতেও উঠেছে একই অভিযোগ। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক রেয়ার আর্থ এলিমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ। 

রেরাল আর্থ এলিমেন্ট অর্থাৎ বিরল মৃত্তিকা মৌল, বিশ্বে যার ৯০ শতাংশ ভাণ্ডার রয়েছে চিনে। মার্কিন মুলুকে যেটুকু ভাণ্ডার রয়েছে তা আমেরিকার চলে না। অত্যাধুনিক বিশ্বে এই খনিজ ছাড়া এতটুকু এগোনোর উপায় নেই। এর মধ্যে রয়েছে ১৭টি বিশেষ মৌল, যার মধ্যে ১৫টিকে একসঙ্গে ল্যান্থানাউস বলা হয়। এই মৌলের খোঁজ পৃথিবীকে রঙিন টিভি দেখার সুযোগ করে দিয়েছিল। এখন মোবাইল থেকে ল্যাপটপ, যাবতীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিকে চলা গাড়ি, যুদ্ধবিমান, নিউক্লিয়ার সাবমেরিন, সাধারণ বিমানের ইঞ্জিন, জলবিদ্যুৎ উৎপাদনকারী টারবাইন সবেতেই এই মৌল লাগে। তাই চিনের বাড়বাড়ন্ত। আমেরিকা শুল্কের ভয় দেখালেই চিন রেয়ার আর্থ এলিমেন্টের রফতানি বন্ধের জুজু দেখায়। এবার এমন দামি জিনিসের খোঁজ মিলেছে ভারতেও। কেন্দ্রীয় কয়লামন্ত্রী জানিয়েছেন অন্ধ্র প্রদেশ, ওড়িশা তামিলনাড়ু, কেরল, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, গুজরাটের সঙ্গে তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও। খোঁড়াখুঁড়ি করেছে জিএসআই। 

কিন্তু পুরুলিয়াতেও রাজ্য সরকারের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুলেছে কেন্দ্র সরকার। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় কয়লা মন্ত্রক জানিয়েছে বাংলার রাজ্য সরকার এখনও পর্যন্ত কালাপাথর-রঘুডিহি ব্লকে নিলামের জন্য প্রয়োজনীয় তথ্য দেয়নি। ফলে গোটা নিলাম প্রক্রিয়ায়ই বন্ধ। তাহলে সম্পদ পেয়েও কি হাতছাড়া হবে বাংলার? প্রশ্ন ঘুরছে।