কলকাতা: পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে ১৮ আসনে জয় পেয়েছিল বিজেপি। সেই ফলাফল কার্যত রাজ্যের শাসক দল তৃণমূলের অনেক হিসেব গুলিয়ে দিয়েছিল। মাঝে সমীকরণ বদলেছে বিস্তর। বিধানসভা নির্বাচন থেকে পুরভোট, সবেতেই অনায়াস জয় পেয়েছে তৃণমূল। তাই অনেক বিচক্ষণতার সঙ্গে প্রার্থী বাছাই করছে পদ্ম শিবির। প্রয়োজনে কয়েকজন সাংসদকে বাদ দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। সম্প্রতি বঙ্গ বিজেপি একটি প্রস্তাবিত প্রার্থী তালিকা তৈরি করেছে বলে পদ্ম শিবির সূত্রে খবর। জানা যাচ্ছে, সেই তালিকায় নাম রয়েছে ৪৫ জনের, বাদ পড়েছে বাংলার ৭ সাংসদ।
পশ্চিমবঙ্গে মোট ৪২টি আসন রয়েছে লোকসভায়। সেই আসনগুলির জন্য ৪৫ জনের নাম প্রাথমিকভাবে ঠিক করেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। কোনও কোনও আসনের জন্য ২ জন করে প্রার্থী বেছে নেওয়া হয়েছে। তিন কেন্দ্রে না এখনও ঠিক করে উঠতে পারেনি পদ্ম শিবির। সূত্রের খবর, অন্তত ৬ জন বিধায়ককে লোকসভায় প্রার্থী করা হতে পারে। ১২ জন মহিলাকেও রাখা হয়েছে প্রস্তাবিত প্রার্থী তালিকায়। কেন্দ্রীয় নেতৃত্ব ওই তালিকা পর্যালোচনা করবে। বেসরকারি এজেন্সির সঙ্গে কথা বলবে দল। তারপর চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।
সূত্রের খবর, কোনও তারকা নেই ওই তালিকায়। যাঁরা সারা বছর বিজেপির কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাঁদেরকেই জায়গা দেওয়া হয়েছে। এলাকার সঙ্গে কোনও সংযোগ নেই, এরকম নাম বাদ পড়েছে বলেই জানা যাচ্ছে।
বর্তমানে বাংলা থেকে বিজেপির সাংসদ হিসেবে রয়েছেন কোচবিহারের নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে জন বার্লা, জলপাইগুড়ি জয়ন্ত কুমার রায়, দার্জিলিং-এর রাজু বিস্তা, রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সুকান্ত মজুমদার,মালদহ উত্তরে খগেন মুর্মু, রাণাঘাটের জগন্নাথ সরকার, বনগাঁর শান্তনু ঠাকুর, হুগলির লকেট চট্টোপাধ্যায়, ঝাড়গ্রামের কুনার হেমব্রম, মেদিনীপুরের দিলীপ ঘোষ, পুরুলিয়ায় জ্যোতির্ময় মাহাত, বাঁকুড়া সুভাষ সরকার, বিষ্ণপুরের সৌমিত্র খাঁ, বর্ধমান-দুর্গাপুরের এসএস আলুওয়ালিয়া।
কলকাতা: পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে ১৮ আসনে জয় পেয়েছিল বিজেপি। সেই ফলাফল কার্যত রাজ্যের শাসক দল তৃণমূলের অনেক হিসেব গুলিয়ে দিয়েছিল। মাঝে সমীকরণ বদলেছে বিস্তর। বিধানসভা নির্বাচন থেকে পুরভোট, সবেতেই অনায়াস জয় পেয়েছে তৃণমূল। তাই অনেক বিচক্ষণতার সঙ্গে প্রার্থী বাছাই করছে পদ্ম শিবির। প্রয়োজনে কয়েকজন সাংসদকে বাদ দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। সম্প্রতি বঙ্গ বিজেপি একটি প্রস্তাবিত প্রার্থী তালিকা তৈরি করেছে বলে পদ্ম শিবির সূত্রে খবর। জানা যাচ্ছে, সেই তালিকায় নাম রয়েছে ৪৫ জনের, বাদ পড়েছে বাংলার ৭ সাংসদ।
পশ্চিমবঙ্গে মোট ৪২টি আসন রয়েছে লোকসভায়। সেই আসনগুলির জন্য ৪৫ জনের নাম প্রাথমিকভাবে ঠিক করেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। কোনও কোনও আসনের জন্য ২ জন করে প্রার্থী বেছে নেওয়া হয়েছে। তিন কেন্দ্রে না এখনও ঠিক করে উঠতে পারেনি পদ্ম শিবির। সূত্রের খবর, অন্তত ৬ জন বিধায়ককে লোকসভায় প্রার্থী করা হতে পারে। ১২ জন মহিলাকেও রাখা হয়েছে প্রস্তাবিত প্রার্থী তালিকায়। কেন্দ্রীয় নেতৃত্ব ওই তালিকা পর্যালোচনা করবে। বেসরকারি এজেন্সির সঙ্গে কথা বলবে দল। তারপর চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।
সূত্রের খবর, কোনও তারকা নেই ওই তালিকায়। যাঁরা সারা বছর বিজেপির কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাঁদেরকেই জায়গা দেওয়া হয়েছে। এলাকার সঙ্গে কোনও সংযোগ নেই, এরকম নাম বাদ পড়েছে বলেই জানা যাচ্ছে।
বর্তমানে বাংলা থেকে বিজেপির সাংসদ হিসেবে রয়েছেন কোচবিহারের নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে জন বার্লা, জলপাইগুড়ি জয়ন্ত কুমার রায়, দার্জিলিং-এর রাজু বিস্তা, রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সুকান্ত মজুমদার,মালদহ উত্তরে খগেন মুর্মু, রাণাঘাটের জগন্নাথ সরকার, বনগাঁর শান্তনু ঠাকুর, হুগলির লকেট চট্টোপাধ্যায়, ঝাড়গ্রামের কুনার হেমব্রম, মেদিনীপুরের দিলীপ ঘোষ, পুরুলিয়ায় জ্যোতির্ময় মাহাত, বাঁকুড়া সুভাষ সরকার, বিষ্ণপুরের সৌমিত্র খাঁ, বর্ধমান-দুর্গাপুরের এসএস আলুওয়ালিয়া।