Ashutosh College Student Missing: ইউটিউবার হওয়ার নেশাতেই কি বিপদ ডেকে আনল আশুতোষের ছাত্র! চাঞ্চল্যকর দাবি

Susovan Bhattacharya | Edited By: Soumya Saha

Nov 24, 2023 | 3:59 PM

Student Missing in Excursion: কীভাবে ঘটল এই অঘটন? কীভাবে পা পিছলে পড়ে গেল তারাশঙ্কর? সেই নিয়ে অধ্যক্ষের কথা উঠে আসছে, পড়ুয়ার ছবি তোলার নেশা ছিল। ঘটনাস্থলে যে অধ্যাপক ও অন্যান্য পড়ুয়ারা রয়েছেন, তাঁদের থেকেই এই বিষয়ে জানতে পেরেছেন তিনি।

Ashutosh College Student Missing: ইউটিউবার হওয়ার নেশাতেই কি বিপদ ডেকে আনল আশুতোষের ছাত্র! চাঞ্চল্যকর দাবি
নিখোঁজ আশুতোষের পড়ুয়া
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অঘটন। একটি ঝর্ণা দেখতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছে হুগলির আরামবাগের বাসিন্দা তারাশঙ্কর সরকার। প্রায় ২০ ফুট নীচে। তারপর জলের তোড়ে ভেসে গিয়েছে। এখনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। কলকাতার আশুতোষ কলেজের পড়ুয়া তারাশঙ্কর কলেজ থেকে শিক্ষামূলক ভ্রমণে ঝাড়খণ্ডে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে ওড়িশার কেওনঝড়ে একটি ঝর্ণার কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই ভীষণ উদ্বিগ্ন আশুতোষ কলেজের অধ্যক্ষ। উদ্ধারকারী দল যাতে তারাশঙ্করকে দ্রুত খুঁজে বের করতে পারে, ঈশ্বরের কাছে সেই কামনাই করছেন তিনি।

কিন্তু কীভাবে ঘটল এই অঘটন? কীভাবে পা পিছলে পড়ে গেল তারাশঙ্কর? সেই নিয়ে অধ্যক্ষের কথা উঠে আসছে, পড়ুয়ার ছবি তোলার নেশা ছিল। ঘটনাস্থলে যে অধ্যাপক ও অন্যান্য পড়ুয়ারা রয়েছেন, তাঁদের থেকেই এই বিষয়ে জানতে পেরেছেন তিনি। অধ্যক্ষ বললেন, “ছবি তুলতে গিয়েছিল দু’জনে। শুনেছি, ও নাকি ইউটিউবার। ওখানে ছাত্র-ছাত্রী, মাস্টারমশাইরাও বারণ করেছিল ওকে। কিন্তু ছবি তোলার নেশায় চলে গিয়েছিল। তখন পা পিছলে পড়ে গিয়েছে। আমি কখনও দেখিনি, কিন্তু শুনেছি ও ইউটিউব করে, ভিডিয়ো আপলোড করে।”

এদিকে তারাশঙ্করের এই দুর্ঘটনার পর থেকে ভীষণ উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ। আগামী দিনে কোনও শিক্ষামূলক ভ্রমণে পড়ুয়াদের মোবাইল ব্যবহার করতে দেওয়া হবে কি না, তা নিয়েও নতুন করে চিন্তা ভাবনা করছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ বলছেন, “আমরা খুব শীঘ্রই এই নিয়ে একটি গাইডলাইন তৈরি করব। নতুনভাবে বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে আমাদের। আমরা আগামী দিনে শিক্ষামূলক ভ্রমণে মোবাইল বা ক্যামেরা ব্যবহার করতে দেব কি না, সেটা নিয়ে গাইডলাইন তৈরি করা হবে একটা।”

Next Article