BJP: ১০০ দিনের প্রকল্পে কাজ করে কারা টাকা পায়নি, তালিকা মোদীকে পাঠাতে পারে বিজেপি

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Nov 24, 2023 | 3:32 PM

BJP: শুক্রবার বিজেপির পরিষদীয় দলের যে বৈঠক ছিল, সেখানে সুকান্ত মজুমদার আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় বিধায়কদের বলেছেন। তৃণমূলের তরফে বারবার টাকা বন্ধের অভিযোগ করা হয়। সেক্ষেত্রে কারা সত্যিই কাজ করে টাকা পাননি, তাদের তালিকা প্রস্তুত করার জন্যও বিধায়কদের বলেছেন বলেই সূত্রের খবর।

BJP: ১০০ দিনের প্রকল্পে কাজ করে কারা টাকা পায়নি, তালিকা মোদীকে পাঠাতে পারে বিজেপি
পরিষদীয় বৈঠকে সুকান্ত মজুমদার।
Image Credit source: TV9Bangla

Follow Us

কলকাতা: বিজেপি পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেখানেই ২৯ নভেম্বরের সভার সুর বেঁধে দিলেন তিনি। বিজেপির বক্তব্য, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঢুকছে, অথচ রাজ্যে কাজ হচ্ছে না। এই সভা মূলত তাঁদের নিয়েই, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকারের অভিযোগ তুলছেন এবং রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন। এদিনের সভায় বিজেপি মূলত প্রমাণ করতে চাইছে, রাজ্যে নানা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বলে বহু মানুষ বঞ্চিত হচ্ছেন প্রাপ্য সুবিধা থেকে। এক্ষেত্রে আবাস যোজনার ঘর হতে পারে কিংবা ১০০ দিনের কাজের টাকা, পানীয় জলের সংযোগ যায় কেন্দ্রীয় সরকার চাইলেও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

বৃহস্পতিবারও কেন্দ্রের বঞ্চনা নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ তোলার পাশাপাশি, দিল্লিতে এ নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, পঞ্চায়েত নির্বাচনে একশো দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে সাধারণ মানুষের মনে বঞ্চনার সুর সফলভাবে গেঁথে দিতে পেরেছিল তৃণমূল। তার ফলও হাতেনাতে পেয়েছিল। বিজেপি এবার দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে নামতে চাইছে। কেন্দ্রের প্রকল্প মানুষের কাছে ঠিকভাবে পৌঁছনোর জন্য মানুষকে সচেতন করারও চেষ্টা করছে বিজেপি।

শুক্রবার বিজেপির পরিষদীয় দলের যে বৈঠক ছিল, সেখানে সুকান্ত মজুমদার আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় বিধায়কদের বলেছেন। তৃণমূলের তরফে বারবার টাকা বন্ধের অভিযোগ করা হয়। সেক্ষেত্রে কারা সত্যিই কাজ করে টাকা পাননি, তাদের তালিকা প্রস্তুত করার জন্যও বিধায়কদের বলেছেন বলেই সূত্রের খবর।

সূত্রের দাবি, সুকান্ত বলেন, এই বিষয় কী কী তথ্য রয়েছে, সব জোগাড় করে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলবেন। কারা কারা টাকা পাচ্ছেন না, তা তাঁরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানাবেন। এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, বারংবার তৃণমূল কংগ্রেসের তরফে এই টাকা বন্ধ নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে। সুকান্ত মজুমদার বলেন, “গরিব মানুষ টাকা পাক, এটা আমরাও চাই। কিন্তু সেই গরিব মানুষ কারা, তা চিহ্নিত হওয়া দরকার।” টাকা বন্ধ ঠিক হচ্ছে কি না মানুষের থেকেই জানতে চায় বিজেপি। সেই রিপোর্ট যাবে দিল্লিতে।

Next Article