AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: কে যেন একটা শুয়ে! মধ্যরাতে এসপ্ল্যানেড যাওয়ার পথে মেট্রো সুড়ঙ্গে চাঞ্চল্যকর কাণ্ড

Kolkata Metro: কেউ কেউ বলছেন, উদ্ধারের সময় দেহে প্রাণ ছিল। তবে দ্রুত সেই যুবককে হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Kolkata Metro: কে যেন একটা শুয়ে! মধ্যরাতে এসপ্ল্যানেড যাওয়ার পথে মেট্রো সুড়ঙ্গে চাঞ্চল্যকর কাণ্ড
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Edited By: | Updated on: Aug 15, 2025 | 10:33 AM
Share

কলকাতা: মধ্যরাত আরপিএফ-এর কাছে এল ফোন। ওই পার থেকে বলল টানেলের মধ্যেই কে যেন পড়ে রয়েছে। ঘটনা বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে। হঠাৎ করেই মেট্রোর সুড়ঙ্গ থেকে উদ্ধার হল অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক যুবকের দেহ। কেউ কেউ বলছেন, উদ্ধারের সময় দেহে প্রাণ ছিল। তবে দ্রুত সেই যুবককে হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, প্রায় রাত সোয়া ২টো নাগাদ তাদের হেল্পলাইনে একটি ফোন আসে। সেখানেই ওই যুবকের কথা জানান হয়। সঙ্গে সঙ্গে পুলিশকেও খবর দেয় তারা। আপাতত যুবকের পরিচয় জানা যায়নি। আরপিএফ-এর ধারণা বয়স কমপক্ষে ২৫ বছর। পার্কস্ট্রিট মেট্রো স্টেশন থেকে ১০০ মিটারের দূরত্বেই ওই যুবককে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল। ঘটনাস্থলে রাতবিরেতেই আরপিএফ-র সঙ্গে পৌঁছে যায় নিউ মার্কেট থানার পুলিশও।

কিন্তু কীভাবে মেট্রো সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ল এই যুবক? তার মৃত্যুর কারণটাই বা কী? সব কিছু নিয়ে রয়েছে ধোঁয়াশা। এর আগেও একই ঘটনা ঘটেছিল ২০২৩ সালে। সেই সময় টালিগঞ্জ স্টেশনের মাঝে ডাউন লাইনে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে দানা বেঁধেছিল রহস্য। অফিস টাইমে এমন কাণ্ডে ব্যাহত হয়েছিল পরিষেবা।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডিও। এদিন তিনি বলেন, “আমরা যাই নিয়ম তৈরি করি। মানুষ যদি তা না মানে আমাদের তরফ থেকে কিছুই করার নেই। বারংবার মানুষ যদি এমন নিরাপত্তা বেষ্টনী ভেঙে লাইনে নেমে যেতে চান তা হলে আমরা কি বা করতে পারি? এভাবে যে ঘটনাগুলি ঘটছে তা উচিত নয়। কোন জায়গায় ফাঁকফোকর রয়ে যাচ্ছে, সেটা খতিয়ে দেখতে বলব।