কলকাতা: কয়েকদিন আগেই মুখোমুখি হয়েছিলেন সিবিআইয়ের। এবার ডাক এসেছে ইডির কাছ থেকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এদিন সন্ধ্যাতেই গিয়েছে নোটিস। আগামী মঙ্গলবার ১৩ জুন অভিষেককে তলব করেছে ইডি। তবে এখনই হাজিরা দিতে যাচ্ছেন না অভিষেক। নবজোয়ার কর্মসূচি শেষ করে তারপরই হাজিরা দেবেন তিনি। এমনটাই খবর তৃণমূল সূত্রে।
প্রসঙ্গত, এদিনই কয়লাকাণ্ডের তদন্তে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল ১২.৩১ মিনিটে সিজিও কমপ্লেক্সে আসেন রুজিরা। ৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদ সামলে বিকাল সাড়ে ৪টে নাগাদ বেরিয়ে যান তিনি। এরইমধ্যে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব করায় তা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। কিন্তু, তিনি যাবেন কী যাবেন না তা নিয়ে শুরু হয় চাপানউতর। তারমধ্যে শোনা গেল মঙ্গলবার সিজিওতে যাচ্ছেন না অভিষেক।
নোটিস পাওয়ার পর নদিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সূত্রের খবর, সেখানেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। তাঁর সাফ দাবি, “নবজোয়ার নষ্ট করতে চাইছে বিজেপি। আমার স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে। নবজোয়ারের যাত্রা থামিয়ে হাজিরা দিতে যাব না। চাকর-বাকর নই যে যতবার ডাকবে ততবার যেতে হবে। আগেই অনুরোধ করেছিলাম যাত্রার মাঝে না ডাকতে। ইডিরও বাধ্যবাধ্যকতা রয়েছে। ওদের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই।”