কলকাতা: প্রবীণ-নবীন দ্বন্দ্ব মিটিয়ে সকলকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এরপরও টানাপোড়েন কমেনি। এমনকী কিছুদিন আগে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে করা মন্তব্য ঘিরে রে রে করে উঠেছিলেন নবীন-শিবিরের মুখ হিসাবে পরিচিতরা। লোকসভা ভোটের আগে শাসকদলের অন্দরের এই ছবি নিয়ে যখন বিরোধীরা লাগাতার বিঁধে চলেছে, তখনই তৃণমূল নেত্রীর কথাই শেষ কথা বলে জানিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাবি সূত্রের।
বুধবার কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলাওয়াড়ি বৈঠকে বসেন। সূত্রের খবর, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নেত্রী যা নির্দেশ দেবেন, যে দায়িত্ব দেবেন, তা পালন করব।’ এদিনের বৈঠকে ছিলেন মানস ভুঁইয়্যা। তিনিও বলেন, “নবীন প্রবীণ দ্বন্দ্ব আমাদের কিছু নেই। অভিষেক বলেছেন, যেখানে দায়িত্ব দেওয়া হবে উনি যাবেন।”
তবে সূত্রের খবর, এদিনের বৈঠকে বিভিন্নভাবে এই নবীন-প্রবীণ প্রসঙ্গে উঠেছে। এমনও সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় মুখপাত্রদের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেছেন। দলের ভিতরের কথা বাইরে নয়, সতর্ক করা হয়েছে। এমনও দলের বার্তা, নবীন-প্রবীণ বা অন্য যে কোনও বিষয়েই মুখ খুললে দল কড়া ব্যবস্থা নেবে। অন্যদিকে মানস ভুঁইয়্যাও বলেন, প্রকাশ্যে মুখ খোলা যাবে না। দলে অভিযোগ জানানোর তিনটি জায়গা- দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী। বাইরে কিংবা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা নিয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয় এদিন।