কলকাতা: ‘ওঁম জয়ন্তী মঙ্গলাকালী…’, সভামঞ্চে বক্তব্যের শেষে এমন স্তোত্রপাঠ করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুবার শুনেছে রাজ্যবাসী। বিশেষত পুজোর সময় কোনও অনুষ্ঠান হলে সেখানে তৃণমূল সুপ্রিমো স্তোত্রপাঠ করে থাকেন। দুর্গা স্তোত্র থেকে কালীপুজোর সব মন্ত্র যে তাঁর মুখস্থ, একথাও একাধিকবার জানিয়েছেন তিনি। তবে বাংলার তরুণ রাজনীতিক তথা তৃণমূল সাংসদের মুখে এমন মন্ত্রোচ্চারণ শুনতে অভ্যস্ত নন তাঁর সমর্থকেরাও। দুর্গা পুজোর আবহে এবার তাঁকে ফের একবার বলতে শোনা গেল ‘ইয়া দেবী সর্বভূতেষু…।’ প্রথমে দলীয় মুখপত্রের একটি অনুষ্ঠানে গিয়ে মন্ত্রোচ্চারণ করেন তিনি। আর সোমবার ডায়মন্ড হারবারে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়েও মন্ত্র বলেছেন তিনি।
বস্ত্র বিতরণের কর্মসূচি নিয়ে নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই অনুষ্ঠানে গিয়ে অভিষেক উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন। শুধু তাই নয়, অভিষেক বলেছেন, “আমার জন্ম দক্ষিণ কলকাতায় হলেও, মৃত্যু যেন এই মাটিতেই হয়।” এই অনুষ্ঠানের বক্তব্যের শেষে দুর্গা স্তোত্র পাঠ করেন তিনি। স্পষ্ট সংস্কৃত উচ্চারণে পড়ে যান মন্ত্র।
একজন রাজনীতিক হিসেবে সভামঞ্চে এমন মন্ত্রপাঠ কোনও অবাক হওয়ার মতো বিষয় নয়, তবে তাঁর এই মন্ত্রপাঠে সুপ্রিমোর ছায়া দেখছেন অনেকেই। দিল্লিতে অবস্থানে রাজভবনের সামনে যখন অভিষেক ধরনায় বসেছিলেন, তখনই তাঁর মধ্যে মমতার ছায়া দেখতে পাচ্ছিলেন অনেকে। তিনি যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কণিকা’ কাব্যগ্রন্থ হাতে বসেছিলেন সেই ধরনা মঞ্চে, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাবের কথাও বলেছিলেন কেউ কেউ। আন্দোলনের সেই ঝাঁঝ, গলায় সেই রবীন্দ্রনাথের উদ্ধৃতি, সেই চেনা মন্ত্রপাঠের বিশেষ তাৎপর্য খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল।