Abhishek Banerjee: কপ্টার-বিভ্রাটে বড় আপডেট, পাশের রাজ্যের মুখ্যমন্ত্রীর কপ্টারে উড়লেন অভিষেক
DGCA: এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি তৃণমূলের। তাঁদের দাবি, অভিষেকের যে প্রচার চলছে রাজ্য জুড়ে, তাতেই ভয় পেয়েছে কেন্দ্র তথা বিজেপি। তাই বিজেপিই এভাবে অভিষেককে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূলের একাংশের।

কলকাতা: ফের কপ্টার বিভ্রাট! আটকে রইল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। আজ, মঙ্গলবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে ওড়ার কথা ছিল অভিষেকের কপ্টার। অসামরিক উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র তরফে অনুমতি না মেলায় গন্তব্যের দিকে রওনা হতে পারেননি অভিষেক। ফ্লাইং ক্লাবেই এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকতে হয় তাঁকে। পরে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পুরো ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনছে তৃণমূল। শাসক দলের অভিযোগ উড়িয়ে দিয়েছে ডিজিসিএ।
‘আবার জিতবে বাংলা’ নামে জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বারুইপুরে ও আলিপুরদুয়ারে সভা সেরেছেন অভিষেক। আজ, মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে যাওয়ার কথা ছিল অভিষেকের। সেখানে রওনা হওয়ার উদ্দেশেই এদিন বেহালা ফ্লাইং ক্লাবে যান। তারাপীঠের মন্দির দর্শনের পর জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। রামপুরহাট হাসপাতাল পরিদর্শনেও যাওয়ার কথা আছে তাঁর।
কপ্টার আটকে যাওয়ায় কর্মসূচিতে বদল আনতে হয়েছে অভিষেককে। সূত্রের খবর, সড়কপথেই বীরভূমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। পরে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন একদিনের জন্য তাঁর কপ্টার অভিষেককে দিয়েছেন বলে সূত্রের খবর। দুপুর ২টো ১০-এ ও়ড়ে সেই কপ্টার। তারাপীঠ দর্শন করে সেখানে রাত্রিবাসও করতে পারেন তিনি। তবে কোন কর্মসূচিতে কখন যোগ দেবেন, তা এখনও স্পষ্ট নয়।
তৃণমূলের দাবি, বিজেপিই এভাবে ডিজিসিএ-কে ব্যবহার করে অভিষেকের প্রচারসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে এই অভিযোগ উড়িয়ে ডিজিসিএ জানিয়েছে, কুয়াশার কারণেই হেলিকপ্টার উড়তে পারছে না। এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর থেকে ফেরার হেলিকপ্টারেও সমস্যা হয়। পরে ক্লিয়ারেন্স দেওয়া হয়।
কিছুদিন আগেই একই ঘটনা ঘটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। কলকাতা এলেও রানাঘাটের সভায় পৌঁছতে পারেননি তিনি। কুয়াশায় দৃশ্যমানতা কম থাকার কারণেই উড়তে পারেনি মোদীর হেলিকপ্টার।
