কলকাতা : এসএসসি (SSC Investigation) তদন্তে আবার উদ্ধার প্রচুর নগদ টাকা। শান্তিপ্রসাদ সিনহার (Santiprasad Sinha) বাড়িতে তল্লাশি সিবিআইয়ের (CBI)। সেখান থেকেই উদ্ধার হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। তবে শুধু টাকা নয়, উদ্ধার হয়েছে প্রায় দেড় কিলোগ্রাম সোনা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। উদ্ধার হয়েছে ১৫০০ চাকরিপ্রার্থীর তালিকা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এসপি সিনহার বাইপাসের ধারের একটি বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এসএসসি কেলেঙ্কারিতে একাদশ ও দ্বাদশের নিয়োগকাণ্ডের তদন্ত করতে গিয়ে এসপি সিনহার এই বাড়ির খোঁজ পেয়েছিল তদন্তকারীরা। যদিও এই বাড়ি বেনামে কেনা বলে জানতে পারা যাচ্ছে। সেখানেই গতকাল রাত থেকে দফায় দফায় তল্লাশি চলে।
প্রসঙ্গত, এর আগে এসপি সিনহার সার্ভে পার্কের বসত বাড়িতে একাধিকবার তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু, সেই তল্লাশি অভিযানগুলিতে সেভাবে কিছু পাওয়া যায়নি। তারপরই এসপি সিনহা ছাড়াও উদদেষ্টা কমিটিতে আরও যাঁরা ছিলেন তাঁদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, বাইপাসের ধারের এই বাড়িটির কথা। তারপরই সেখানে হানা দেন তদন্তকারীরা। তবে সেখানে এই বিপুল পরিমাণ সম্পত্তি থাকতে পারে তা শুরুতে অনুমান করতে পারেননি কেউই। একইসঙ্গে বিপুল সোনাদানা ও টাকার পাশাপাশি আরও অনেক সম্পত্তির দলিল এই বাড়ি থেকে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। যাও খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে। সে সম্পত্তি সবই এসপি সিনহার নিজের নাকি এর সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছেন তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর।
প্রসঙ্গত, সিবিআই প্রথম থেকেই বলে আসছে এই দুর্নীতিতে আরও কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। যা পাওয়া গিয়েছে তা হিমশৈলের চূড়ামাত্র। যদিও কোথায় কত টাকা কার কার কাছে রয়েছে তা নিয়ে চাপানউতর চলছিলই। এরমধ্যে এসপি সিনহার বাড়ি থেকে বিপুল টাকা ও সোনার খোঁজ মেলায় তা নিয়ে নতুন করে চাপানউতর শুরু হয়েছে।এদিকে নিয়োগ কেলেঙ্কারি তদন্তে নেমে এর আগে একাধিকবার হাইকোর্টের ভৎর্সনার মুখে পড়েছে সিবিআই। তদন্তের গতি শ্লথ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারকরা। এরইমধ্যে এবার নতুন করে টাকা উদ্ধার হওয়ায় সিবিআই আধিকারিকরা বেশ খানিকটা নতুন অক্সিজেন পাবেন বলে মনে করেছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ।