ABVP: নকশালপন্থী সংগঠনকে ‘নিষিদ্ধ’ না করলে যাদবপুরে তালা ঝোলাবে ABVP

Anjan Roy | Edited By: সায়নী জোয়ারদার

Aug 18, 2023 | 5:30 PM

ABVP: এবিভিপির (দক্ষিণবঙ্গ) রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য এদিন বলেন, "যে ছাত্র সংগঠনগুলির সদস্যর বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠছে, তাদের নেতৃত্ব সেই অভিযুক্ত সদস্যদের নিয়ে কোনও মন্তব্য করছেন না কেন?"

ABVP: নকশালপন্থী সংগঠনকে নিষিদ্ধ না করলে যাদবপুরে তালা ঝোলাবে ABVP
সাংবাদিক সম্মেলনে এবিভিপি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: যাদবপুরে নকশালপন্থী ছাত্রসংগঠনগুলিকে ‘নিষিদ্ধ’ ঘোষণার ডাক দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি (ABVP)। তার জন্য বেধে দিল সময়সীমাও। বিশ্ববিদ্যালয়ে মাওবাদী, নকশালপন্থী ছাত্র সংগঠনগুলিকে ২১ অগস্টের মধ্যে নিষিদ্ধ না করলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝোলানোর হুঁশিয়ারিও দিয়েছে তারা। ২৫ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিতে পারে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে হুঁশিয়ারি দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণবঙ্গ শাখা। ২৫ অগস্ট ‘যাদবপুর বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযানে’র ডাক দিয়েছে তারা।

এবিভিপির (দক্ষিণবঙ্গ) রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য এদিন বলেন, “যে ছাত্র সংগঠনগুলির সদস্যর বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠছে, তাদের নেতৃত্ব সেই অভিযুক্ত সদস্যদের নিয়ে কোনও মন্তব্য করছেন না কেন?” এবিভিপি জানিয়েছে, ইউজিসিকে আরও কড়া পদক্ষেপের জন্য আবেদন জানানো হবে।

সঙ্গীত ভট্টাচার্য বলেন, “আমরা প্রথম থেকে এই ঘটনার প্রতিবাদ করেছি। আমরা আন্দোলনে নেমেছি। যারা গ্রেফতার হয়েছে, তারা যে সংগঠনের সঙ্গে যুক্ত, দায়ভার তাদের নিতেই হবে। যাদবপুর ধীরে ধীরে মাদকচক্রের পাঠশালা হয়ে উঠেছে। একজন নবাগত ছাত্রকে র‌্যাগিং করে মেরে ফেলার মতো ঘটনা ঘটছে। বাংলার ছাত্র সমাজের এবার ভাববার সময় এসেছে।”

এবিভিপি গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের বাইরে পথসভা করেছিল। সঙ্গীত বলেন, “সেখানে আমরা প্রাক্তনী বলে একদল, যারা একসময় নকশালপন্থী, তাদের সঙ্গে আমাদের ঝামেলা হয়। পুলিশ আমাদের তাড়িয়ে দিল। আমরা বলেছি, এইরকম নকশালপন্থী, দুর্নীতিবাজ ছাত্রসংগঠনগুলি যারা রয়েছে ওখানে, রেজিস্ট্রেশন বাতিল করতে হবে কর্তৃপক্ষকে। নিষিদ্ধ করতে হবে। ছাত্র সংগঠনের নামে ক্যাম্পাসকে জবরদখল চলবে না। অনেক ঘটনা চেপে দেওয়ার চেষ্টা চলে। নকশালপন্থী, মাওপন্থী যেসব ছাত্র সংগঠন আছে তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে।”

Next Article