Salt Lake: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে তুমুল উত্তেজনা, পুলিশকে ছোড়়া হচ্ছে থান ইট
Salt Lake: বিক্ষিপ্ত জনতাকে সরাতে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। ইটের আঘাতে পুলিশ ও সংবাদকর্মীরা আক্রান্ত।

রঞ্জিৎ ধর ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট
কলকাতা: ভরসন্ধ্যায় তুমুল উত্তেজনা সল্টলেকে। এক ডেলিভারি বয়ের মৃত্যু ঘিরে তুমুল বিক্ষোভ সল্টলেকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করল পুলিশ। বুধবার বিকেলে এক ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে এক ডেলিভারি বয়ের। সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে উপর আক্রমণ শুরু করে বিক্ষুব্ধ জনতা।
একটি গাড়ি রেলিং ভেঙে দুটি বাইককে ধাক্কা মারে। সেই দুর্ঘটনার জেরে ওই গাড়িতে আগুন লেগে যায়, সেই সঙ্গে দুটি বাইকেও আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এর মধ্যে একটি বাইকে ছিলেন এক ডেলিভারি বয়। তিনি ওই আগুনে পুড়ে মারা যান বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
সেই ঘটনার পর রাস্তায় নেমে বিক্ষুব্ধ মানুষজন পুলিশকে লক্ষ্য করে থান ইট ছুড়তে থাকে। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পর এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, তাঁদের বাড়ির ভিতরে শেল পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
