Maa Flyover Accident: ভোর রাতে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে পাল্টি খেল গাড়ি
Accident: গাড়িতে চালক ছাড়াও এক যুবক ছিলেন। তারা কেউ-ই গুরুতর আহত হননি। দুর্ঘটনার সময় তাঁরা মাদকাসক্ত ছিলেন কি না, তা পরীক্ষা করে দেখবে পুলিশ।
কলকাতা: ভোর রাতে মা ফ্লাইওভারের দুর্ঘটনা। ফ্লাইওভারের উপরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি। জানা গিয়েছে, গাড়িতে দুইজন যাত্রী ছিলেন। তাদের কারোরই বিশেষ গুরুতর আঘাত লাগেনি।
সপ্তাহের প্রথম দিন, সোমবারই শহর কলকাতায় দুর্ঘটনা। মা ফ্লাইওভারের উপরে উল্টে গেল একটি গাড়ি। জানা গিয়েছে, সল্টলেকের দিকে আসছিল প্রাইভেট গাড়িটি। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অত্যন্ত দ্রুতগতিতে আসছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে, ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপরই উল্টে যায় গাড়িটি।
গাড়িতে চালক ছাড়াও এক যুবক ছিলেন। তারা কেউ-ই গুরুতর আহত হননি। দুর্ঘটনার সময় তাঁরা মাদকাসক্ত ছিলেন কি না, তা পরীক্ষা করে দেখবে পুলিশ। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরানোর ব্যবস্থা করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে মা ফ্লাইওভারে।
এদিকে, ফের একবার মা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটতেই রাতের শহরে গতির খেল ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাত বাড়লেই বাইপাসে দ্রুতগতিতে গাড়ি-বাইক ছোটানোর অভিযোগ দীর্ঘদিনের। এই দাপট রুখতে কলকাতা পুলিশের তরফেও একাধিক পদক্ষেপ করা হয়েছে। নাকা চেকিং থেকে শুরু করে রাস্তায় স্পিডোমিটার বসানো- যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। তারপরও বাগে আসছে না গতির খেল।