কলকাতা: ফের শহর কলকাতার বুকে ফ্লাইওভার দুর্ঘটনা প্রাণ গেল এক স্কুটার আরোহীর। গুরতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে হাওড়া-শিয়ালদহ রুটের ২৮ নম্বরের একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই স্কুটার চালকের।
জানা গিয়েছে, শিয়ালদহ ফ্লাইওভারে একটি স্কুটারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে হাওড়া-শিয়ালদহ রুটের ২৮ নম্বরের একটি বাস। স্কুটার চালক ছিটকে রাস্তায় পড়ে গেলে তাঁর উপর দিয়েই বাসটি চলে যায়। পাশাপাশি স্কুটার চালকের পিছনে বসা আরও এক সওয়ারি গুরুতরভাবে আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয়রা এনআরএস হাসপাতালে ভর্তি করলে স্কুটার চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত স্কুটার চালকের সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম মহম্মদ হাসিম খান। বছর পঁয়ষট্টির ওই ব্যক্তি কলুটোলা এলাকার বাসিন্দা। স্কুটারের পিছনের আসনে বসে ছিলেন তাঁর বন্ধু। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বেপরোয়া গতিতে বাসটি চলছিল। ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা। ঘাতক বাসের চালক ও খালাসি পলাতক বলে জানা গিয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ। আটক করা হয় বাসটিকে। কীভাবে এবং কার দোষে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখছে পুলিশ।
গত ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতার মা ফ্লাইওভারে দু’দুটি দুর্ঘটনা হয়। গত সোমবার দুপুরে মা ফ্লাইওভারে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বছর পঁয়ত্রিশের এক ব্যক্তির। স্কুটার দাঁড় করিয়ে মোবাইলে কথা বলার সময় পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে অরিজিৎ মৈত্র নামে ওই ব্যক্তিকে। এরপর মঙ্গলবার সকালে সেই মা ফ্লাইওভারে আরও একটি দুর্ঘটনা হয়। পার্ক সার্কাস থেকে এসএসকেএম-মুখী এজেসি উইং ধরে মোটর সাইকেলে করে অফিস যাচ্ছিলেন জনৈক প্রশান্ত। তাঁর সামনে থাকা একটি অ্যাপ ক্যাব আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পিছোতে শুরু করে। বিপদ আঁচ করে বাইক থেকে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচান ওই যুবক। তাঁর বাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় গাড়ির ধাক্কায়। অভিযোগ, ট্র্যাফিক বিধি না মেনে গাড়ি চালাচ্ছিলেন ওই অ্যাপ ক্যাব চালক। তারপর বুধবার শিয়ালদহ ফ্লাইওভারে দুর্ঘটনায় প্রাণ হারালেন আবার এক ব্যক্তি।
আরও পড়ুন: গোরাবাজারে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১ ইঞ্জিন
এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে কেন কলকাতার ফ্লাইওভারগুলিতে বারবার দুর্ঘটনা হচ্ছে? পুলিশি টহলদারি, স্পিড লিমিট বেঁধে দেওয়া, সিসিটিভির নজরদারি সত্ত্বেও কেন পরপর এই দুর্ঘটনা? গাফিলতি কার?