Abhishek Banerjee: সাময়িক বিরতি কাটিয়ে উপভোটের ঠিক আগে ময়দানে ফিরছেন ‘সেনাপতি’

সৌরভ গুহ | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 05, 2024 | 8:28 PM

Abhishek Banerjee:তবে প্রশ্ন আগামী ১৩ নভেম্বরের উপভোটে কি প্রচারে সক্রিয় ভাবে পাওয়া যাবে তৃণমূল সেনাপতিকে ? উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই সক্রিয় রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দফতর। জেলা সফরে গিয়েছেন খোদ বক্সী। শুধু তাই নয়, বক্সী ঘনিষ্ঠ অন্যান্য নেতারাও গিয়েছেন। তবে এরই মধ্যে রাজনীতির অলিগলিতে একটাই প্রশ্ন এবার কি সক্রিয় ভাবে প্রচারে নামবেন অভিষেক?

Abhishek Banerjee: সাময়িক বিরতি কাটিয়ে উপভোটের ঠিক আগে ময়দানে ফিরছেন সেনাপতি
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: চোখের চিকিৎসার জন্য দীর্ঘদিন বিদেশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। সে কথা নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন। সম্প্রতি, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীপুজোতেও উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। আর বিদেশ থেকে ফিরে এসে বিজয়া সম্মিলনীর হাত ধরে আবার রাজনৈতিক ময়দানে অভিষেক।

তবে প্রশ্ন আগামী ১৩ নভেম্বরের উপভোটে কি প্রচারে সক্রিয় ভাবে পাওয়া যাবে তৃণমূল সেনাপতিকে ? উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই সক্রিয় রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দফতর। জেলা সফরে গিয়েছেন খোদ বক্সী। শুধু তাই নয়, বক্সী ঘনিষ্ঠ অন্যান্য নেতারাও গিয়েছেন। তবে এরই মধ্যে রাজনীতির অলিগলিতে একটাই প্রশ্ন এবার কি সক্রিয় ভাবে প্রচারে নামবেন অভিষেক?

বিজয়া সম্মিলনীর দুদিন আগে শুভ জন্মদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড-এর । কালীঘাটে তাঁর সাংসদ দফতরে শুভেচ্ছা জানাতে যাবেন দলীয় কর্মীরা। বহু দিন পর ওই দিন কর্মীদের সঙ্গে জন সংযোগে দেখা যাবে অভিষেককে। আগামী ৯ নভেম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলা পার্টি অফিসে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা তৃণমূল সাংসদের। উপস্থিত থাকবেন পার্টি নেতৃত্ব ও জন প্রতিনিধিরা। সেখান থেকেই নির্বাচন নিয়ে আগাম কোনও কর্মসূচি তিনি ঘোষণা করেন কি না সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কারণ, বিগত লোকসভা ভোটের সময় দলের সব দায়িত্ব ‘কাঁধে’ তুলেনিয়েছিলেন তিনি। তবে ভোটের রেজাল্টের পর সাময়িক বিরতি নেন। সামনেই উপভোট। তার আগে সমস্ত দায়িত্ব নিয়ে প্রচারে সুব্রত। এই সবের মধ্যেই অভিষেকের ‘কামব্যাক’ নিতান্তই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Next Article