RG Kar Protest: স্বাস্থ্য ভবনের রক্তচক্ষু? আন্দোলনে সামিল হতেই বদলির ‘হুঁশিয়ারি’, ক্ষোভে ফেটে পড়লেন নার্সরা
RG Kar Protest: স্বাধীনতার মধ্যরাতে আরজি করে ঘটে গিয়েছিল বেনজির ঘটনা। হামলার মুখে পড়েছিল গোটা হাসপাতাল। হামলার মুখে পড়েছিলেন নার্সরা। বৃহস্পতিবার থেকে জোরদার আন্দোলন শুরু করে দিয়েছেন নার্সরাও।

কলকাতা: তিলোত্তমার আন্দোলনে যোগ দিয়ে স্বাস্থ্য ভবনের রক্তচক্ষুর মুখে নার্সরা। আন্দোলনে সামিল নার্সদের ভিডিয়ো করে রাখার ফরমান জারি করে রেখেছে স্বাস্থ্য ভবন। তাতেই বেড়েছে বিতর্ক। অভিযোগ, আন্দোলনে সামিল হলে বদলির হুঁশিয়ারি দিচ্ছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের এই ফরমানের বিরুদ্ধে সরব আন্দোলরত নার্সরা।
এক আন্দোলনকারী বলছেন, “আমরা যখন এখানে আন্দোলন করছিলাম তখন স্বাস্থ্য ভবন থেকে লাইভ করা হয়েছিল। সেখান থেকে বলছে যাঁরা যাঁরা অন ডিউটি থাকাকালীন এখানে আন্দোলনে বসছে তাঁদের ট্রান্সফার করে দেওয়া হবে। কিন্তু, আমাদের তো অন ডিউটি থাকাকালীন রেপের থ্রেটটা দেওয়া হয়েছিল। সেটা তো কাম্য ছিল না। তারপরেও থ্রেট কেন এল?”
আর একজন বলছেন, “আমাদের আন্দোলন চলবে। ন্যায় বিচার আমরা চাই। আমাদের কোনও সেফটি নেই।” পাশে দাঁড়িয়ে গর্জে উঠলেন আরও একজন। বললেন, “আমাদের কী অন্যায়? কিসের জন্য আমাদের বদলির হুঁশিয়ারি দেবে? ভেবেছে হয়তো ট্রান্সফারের সুড়সড়ি দিলেই আমরা নড়ে যাব। কিন্তু সেদিন প্রাণভয়ে ছিলাম তাও পেশন্টদের নিরাপত্তা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ট্রান্সফারের ভয় পাই না।”
প্রসঙ্গত, স্বাধীনতার মধ্যরাতে আরজি করে ঘটে গিয়েছিল বেনজির ঘটনা। হামলার মুখে পড়েছিল গোটা হাসপাতাল। হামলার মুখে পড়েছিলেন নার্সরা। বৃহস্পতিবার থেকে জোরদার আন্দোলন শুরু করে দিয়েছেন নার্সরাও। প্রশ্ন একটাই, তাঁদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? স্বাস্থ্য ভবন তার উত্তর দিতে না পারলেও বদলির কথা বলছে বলে অভিযোগ। কারা কারা আন্দোলনে ছিলেন সেই ভিডিয়ো চেয়ে পাঠানো হচ্ছে। তাতেই ক্ষোভের আগুন বাড়ছে নার্সদের মধ্যে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)





