কোর্টে ধাক্কা খেতেই ‘যুদ্ধকালীন তৎপরতায়’ এসএসসি চেয়ারম্যান নিয়োগ রাজ্যের

ঋদ্ধীশ দত্ত |

Dec 16, 2020 | 12:38 AM

শিক্ষক নিয়োগ মামলায় চারদিক থেকে কোণঠাসা হয়ে রয়েছে রাজ্য সরকার। অন্যদিকে নির্বাচনও এগিয়ে আসছে। নিয়োগের বিলম্বে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে উত্তীর্ণদের। এই অবস্থায় 'যুদ্ধাকালীন তৎপরতাতেই' পদক্ষেপ করতে হয়েছে রাজ্যকে।

কোর্টে ধাক্কা খেতেই যুদ্ধকালীন তৎপরতায় এসএসসি চেয়ারম্যান নিয়োগ রাজ্যের
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: কোর্টে ধাক্কা খেতেই নড়েচরে বসল রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হন  শুভশঙ্কর সরকারকে। নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির উপাচার্য তিনি। তাঁকেই এই বাড়তি দায়িত্ব দেওয়া হল। আগামিকাল থেকে কাজে যোগ দিচ্ছেন শুভশঙ্কর সরকার।

শুভশঙ্কর সরকার

শিক্ষক নিয়োগ মামলায় চারদিক থেকে কোণঠাসা হয়ে রয়েছে রাজ্য সরকার। অন্যদিকে নির্বাচনও এগিয়ে আসছে। নিয়োগের বিলম্বে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে উত্তীর্ণদের। এই অবস্থায় ‘যুদ্ধাকালীন তৎপরতাতেই’ পদক্ষেপ করতে হয়েছে রাজ্যকে। বেশি দেরি হয়ে যাওয়ার আগেই তা যতটুকু ফাঁকফোকর রয়েছে সেটা ভরাট করাতেই এই পদক্ষেপ। সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে আজকের সিদ্ধান্ত নিয়োগ সংক্রান্ত জটিলতা কতটা মেটাতে পারে সেদিকে নজর থাকবে।

গত কয়েক বছর ধরেই একের পর এক মামলায় জটিলতা বেড়েছে। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত প্যানেল বাতিলের নির্দেশ দেওয়ার পরিস্থিতি আরও জটিল হয়েছে। আর কিছুদিন পরেই ভোটের বাদ্যি বেজে যাবে। তাই তার আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে রাজ্য। প্রায় এক বছর হতে চলল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদটি ফাঁকা রয়েছে। বর্তমানে এসএসসি সচিব চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে দক্ষ এবং সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত শুভশঙ্কর সরকারকেই বাড়তি দায়িত্ব দেওয়া হল। বুধবার তিনি দায়িত্ব নেবেন। গত কয়েক বছরে স্বল্প সময়ের ব্যবধানে বারবার বদলে গিয়েছে চেয়ারম্যান। নতুন চেয়ারম্যান নিয়োগের পর নিয়োগ সংক্রান্ত জট কাটে কিনা সেটাই দেখার।

Next Article