কলকাতা: আবার বাড়ল সোনার দাম (Gold price)। ভারতের বাজারে সোনার দাম ফের উর্ধ্বমুখী। সারা পৃথিবীতেই এখন সোনার দাম বেড়েছে। কলকাতায় (Kolkata) ২২ ক্যারেটে সোনার দাম হয়েছে ৪৬,৫৩০ টাকা। আবার ২৪ ক্যারেটে সোনার দাম হয়েছে ৪৯,৩২০ টাকা। সোনার দাম আকাশছোঁয়া হওয়ায় চিন্তায় রয়েছেন গয়না ক্রেতারা।
রাজধানী দিল্লিতে সোনার দাম ৪৫,৭৯০ টাকা ২২ ক্যারেটে। ৪৯,৯৯০ টাকা ২৪ ক্যারেটে। চেন্নাইয়ে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩২০ টাকা, ৪৮,৩৫০ টাকা ২৪ ক্যারেটে। মু্ম্বইয়ে সোনার দাম ৪৪,৫৮০ টাকা ২২ ক্যারেটে, সোনার দাম ৪৫,৫৮০ টাকা ২৪ ক্যারেটে।
পাঁচ রাজ্যে ভোট মিটতেই পেট্রোল-ডিজেলের মতো সোনার দামও বেড়েছে। আরও অনেক দ্রব্যের দাম বাড়তে পারে বলে অনুমান করছেন অনেকে। করোনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। করোনার কোপে সারা দেশের নানা জায়গায় লকডাউন চলছে। লকডাউনের জেরে ধাক্কা খেয়েছে সোনার চাহিদা। খুচরো ব্যবসায়ীদের মতে, সোনার চাহিদা কমেছে।
বুধবার বাজারে সোনার দাম বাড়লেও দিন শেষে কমে যায়। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন এখন এখন দাম নিম্নমুখী। তাই কিছুটা সোনা কিনে রাখা যাতে পারে। কিছুদিন বাদে সোনার দাম ৪৭,৮০০ টাকায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।