BJP MLA: মমতার হুঁশিয়ারির পর গ্রেফতারির আশঙ্কা? কী বলছেন বিজেপির বিধায়করা

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Nov 24, 2023 | 6:46 PM

BJP: ইতিমধ্যেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে সিআইডি কল্যাণী এইমস-নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করেছে। তিনি বলেন, "আমাকে এর আগে অনেকবারই সিআইডি এসে জেরা করেছে। আবারও আসতে পারে। কোনও অসুবিধা নেই। মাছ খাওয়াব।"

BJP MLA: মমতার হুঁশিয়ারির পর গ্রেফতারির আশঙ্কা? কী বলছেন বিজেপির বিধায়করা
দলের বিধায়কদের নিয়ে বিজেপির রাজ্য সভাপতির সাংবাদিক সম্মেলন।
Image Credit source: TV9Bangla

Follow Us

কলকাতা: নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘রাজনৈতিক বদলা’র বার্তা দিয়েছিলেন। বলেছিলেন তাঁদের চার বিধায়ককে বদনাম দিয়ে জেলে ভরে রেখেছে। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রচুর অভিযোগ আছে। ৮ জন বিরোধী বিধায়ককে জেলে ভরবেন। আর এই হুঁশিয়ারির পর আশঙ্কায় বিজেপি বিধায়করা। যে কোনওদিন বাড়িতে সিআইডি, পুলিশ হানা দিতে পারে বলে আশঙ্কা বঙ্কিম ঘোষ, নীলাদ্রিশেখর দানাদের। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তাঁরা।

ইতিমধ্যেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে সিআইডি কল্যাণী এইমস-নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করেছে। তিনি বলেন, “আমাকে এর আগে অনেকবারই সিআইডি এসে জেরা করেছে। আবারও আসতে পারে। কোনও অসুবিধা নেই। মাছ খাওয়াব।”

অন্যদিকে চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষও বলেন, “বিনা কারণে সিআইডি দিয়ে আমাকে বিরক্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর হয়তো আবারও হবে।” প্রসঙ্গত, এই বঙ্কিম ঘোষের বিরুদ্ধেও কল্যাণী এইমসে নিয়োগ সংক্রান্ত তদন্ত করছে সিআইডি। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলেরও বক্তব্য, “আমার নামে খুনের মামলা আছে। আমি নাকি খুন করেছি। আমার নামেও কিছু অভিযোগ আনতে পারে। আমাকেও গ্রেফতার করতে পারে।” মনোজ টিজ্ঞার বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা রয়েছে, অনেকগুলো মামলায় জামিন নিতে পারেননি।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের ৪টে বিধায়ককে জেলে ভরে ভাবছে সংখ্যাটা কমিয়ে দিই। চুরির জন্য বদনাম দিয়ে আমার ৪ জনকে জেলে রাখলে, আমিও সিদ্ধান্ত নিচ্ছি দলের পক্ষ থেকে ওদের ৮ জনকে জেলে ভরব। ওদের বিরুদ্ধে অনেক কেস আছে। খুনের কেস আছে, অন্য কেসও আছে।”

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “দম থাকলে সুকান্ত মজুমদারকে দিয়ে শুরু করুন। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে। আপনার পুলিশের দম থাকলে সুকান্ত মজুমদারের স্থাবর অস্থাবর সম্পত্তি, বাবা, মা, স্ত্রীর সম্পত্তির হিসাব নিন। আর আপনার পরিবারের হিসাবও বের করুন।”

Next Article