কলকাতা: তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। শহর কলকাতার পারদ আজও ৪০ পার। জেলায় জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা। দুপুরে রাস্তায় বেরলেই যেন গায়ে আগুনের হলকা লাগছে। আর এই নাজেহাল অবস্থায় শুধু সাধারণ মানুষজনই নয়, যেভাবে বেলাগাম গতিতে পারদ চড়ছে, তাতে সমস্যা হচ্ছে পশুপাখিদেরও। এমন অবস্থায় তাই এবার আলিপুর চিড়িয়াখানায় পশুপাখিদের জন্য করা হল বিশেষ বন্দোবস্ত। পশুদের খাঁচায় বসানো হল এয়ার কুলার।
বৈশাখের একদম শুরু থেকেই যেভাবে গরম বেড়েছে, তাতে পশুদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের। চিড়িয়াখানার পশুদের জন্য ডায়েট এই গরমের কারণে আগেই বেশ কিছু ক্ষেত্রে বদল আনা হয়েছে। রসানো ফল দেওয়া হচ্ছে ডায়েটে। শিম্পাঞ্জি, ভল্লুকদের ডায়েটে রাখা হয়েছে টক দইয়ের ব্যবস্থা। আর এবার চিড়িয়াখানার পশুদের খাঁচার সামনে বসানো হল এয়ার কুলারও। ভল্লুক ও ক্যাঙারুর খাচায় বসানো হয়েছে এয়ার কুলার। জিরাফ ও সাপেদের খাঁচার সামনে দেওয়া হয়েছে টেবিল ফ্যান ও সিলিং ফ্যান।
এই তীব্র দাবদাহের পরিস্থিতির মধ্যে বেশ কিছু পশুপাখিকে সকালে জল দিয়ে স্নান করানো হচ্ছে। আর বাঘ-সিংহের ব্যবহারের জল ঘন ঘন বদল করা হচ্ছে। যাতে এই চরম গরমের মধ্যে অন্তত ঠান্ডা জলটুকু পায় তারা। পানীয় জলের সঙ্গে দেওয়া হচ্ছে ওআরএসও। চিড়িয়াখানায় ইতিমধ্য়েই নিয়ে আসা হয়েছে চাঁই চাঁই বরফ। প্রয়োজনমতো সেগুলিকে কাজে লাগানো হবে পশুপাখিদের ব্যবহারের জলে।